গোয়েন্দাদের দাবি পাক অধিকৃত কাশ্মীর জুড়ে জঙ্গি অনুপ্রবেশ বাড়ছে। জম্মু কাশ্মীরে ঢুকে নাশকতা চালাতে পারে তারা।
আফগানিস্তান জ্বলছে। তালিবানদের রাজত্বে পালাচ্ছেন সবাই। তালিবানরা প্রকাশ্যে জানিয়েছে পাকিস্তান তাদের সেকেন্ড হোম। এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। ইতিমধ্যেই তাদের হুঙ্কার কাশ্মীর দখল তারা করেই ছাড়বে। তালিবানদের সাহায্য নিয়ে পাকিস্তান কাশ্মীর দখল করবে। সেই একই সুর শোনা গিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের এক নেতার গলাতেও। ফলে কাশ্মীর জুড়ে হামলার আশঙ্কা বাড়ছে।
এবার সেই আশঙ্কাকেই সিলমোহর দিল ভারতীয় গোয়েন্দা বিভাগ (Indian security agencies)। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন কাশ্মীর উপত্যকা জুড়ে একাধিক হামলার ছক কষছে জইশ ই মহম্মদ(Jaish-e-Mohammad)। এই মর্মে সতর্কবার্তাও জারি করেছেন তাঁরা। গোয়েন্দাদের দাবি পাক অধিকৃত কাশ্মীর (Pakistan-occupied Kashmir) জুড়ে জঙ্গি (Jaish terrorists) অনুপ্রবেশ বাড়ছে। জম্মু কাশ্মীরে ঢুকে নাশকতা চালাতে পারে তারা।
গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, ইতিমধ্যেই পাঁচ জইশ জঙ্গি উপত্যকায় প্রবেশ করেছে। আইইডি বিস্ফোরণ ঘটিয়ে কাশ্মীরে নাশকতা চালাতে পারে তারা। ওই পাঁচ অনুপ্রবেশকারী পাক অধিকৃত কাশ্মীরের জনদ্রোত এলাকা থেকে এসেছে। বিভিন্ন জায়গায় রেইকিও করেছে তারা। ভারতীয় সেনার ওপর সম্ভাব্য হামলা হতে পারে। এই খবর পাওয়ার পর থেকেই কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।
শুক্রবারের নমাজে এবার থেকে তালিবানদের গুরুত্ব বোঝাবেন ইমামরা, জারি ফতোয়া
মুসলিম নয়, শুধু হিন্দুদের আশ্রয় দিচ্ছে ভারত, দিল্লি থেকে বিতাড়িত হয়ে বিস্ফোরক আফগান সাংসদ
Bank Holidays in September : সেপ্টেম্বর মাসে কোন কোন দিনে বন্ধ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
উল্লেখ্য, অগাস্টের তৃতীয় সপ্তাহে, তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরই কান্দাহারে গিয়েছিল পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার। ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। গত ১৫ অগাস্ট তালিবানরা কাবুল দখল করার পর খোলাখুলিই আনন্দ প্রকাশ করেছিল মাসুদ আজহার। পরের দিনই 'মঞ্জিল কি তরফ' নামে একটি নিবন্ধ লিখেছিল জেইএম প্রধান। সেখানে সে আফগানিস্তানে 'মুজাহিদিনদের সাফল্য'এর ভূয়সী প্রশংসা করেছিলেন।