'ওরা বুঝতে পেরেছে বিজেপির বিরুদ্ধে জিততে পারবে না', ত্রিপুরায় দাঁড়িয়ে ফের বাম-কংগ্রেসকে আক্রমণ অমিত শাহ

Published : Feb 12, 2023, 05:17 PM IST
home minister amit shah in deoghar

সংক্ষিপ্ত

রবিবার দলীয় সভায় তিনি স্পষ্টই জানান,'এখানে কংগ্রেস এবং কমিউনিস্টরা জোট করেছে। এর থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে তাঁরা বুঝে গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই এরা জিততে পারবে না।

ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটকে ফের আক্রমণ কেন্দ্রীয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার ত্রিপুরার চন্ডীপুরের সভায় দাঁড়িয়ে ফের একবার সিপিআইএম ও কংগ্রেসকে কড়া ভাষায় বিঁধলেন অমিত শাহ। উল্লেখ্য এর আগেও ত্রিপুরায় বাম-কংগ্রেস বিরোধী মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবারও সেই ধারা বজায় রেখেই অমিত শাহ বললেন জোটের অর্থই হল তারা বিজেপির কাছে জিততে পারবে না। রবিবার দলীয় সভায় তিনি স্পষ্টই জানান,'এখানে কংগ্রেস এবং কমিউনিস্টরা জোট করেছে। এর থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে তাঁরা বুঝে গিয়েছে যে বিজেপির বিরুদ্ধে লড়াই এরা জিততে পারবে না।

এখানেই শেষ নয়, কংগ্রেসকে বিঁধে তিনি প্রশ্ন করেন,'কংগ্রেস কী করে সিপিআইএমের সঙ্গে জোট করে? এখানে কংগ্রেসের লোকেদের হত্যা করেছে কমিউনিস্টরা। কমিউনিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেস। এখন তারাই একে অপরকে ইলু ইলু করছে। লজ্জা করে না?' পাশাপাশি তিনি টিপ্রামোথা-কে বাম কংগ্রেসের দোসর বলে উল্লেখ করে বলেছেন,'সিপিআইএম ও কংগ্রেস এখানে ‘মোহরা’ হিসাবে দাঁড় করিয়েছে টিপ্রামোথাকে। এরা দুর্নীতি করার জন্যই এখানে এক হয়েছে। আমরা এখানে বিকাশের জন্য লড়াই করছি। আর এরা চাইছে দুর্নীতি করে ত্রিপুরার মানুষকে বঞ্চিত করতে। ওরা ত্রিপুরার উন্নতি চায়না।'

প্রসঙ্গত, এর আগেও বাম কংগ্রেসকে এক হাত নিয়েছিলেন অমিত শাহ। এর আগে অমিত শাহ এদিন বলেন কমিউনিস্টরা এই রাজ্যকে অন্ধকার করে দিয়েছিল। রাতা এই রাজ্যে প্রায় ৪০০ জনকে হত্যা করেছিল। আদিবাসীদের অধিকার কেড়ে নিয়েছিল। তিনি বলেন কমিউনিস্টরা সর্বদাই বিবাদ শুরু করে। ত্রিপুরাতেও তাই করেছে। কিন্তু বিজেপি এই রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই এই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। বিজেপির মাত্র পাঁচ বছর শাসনকালে এই রাজ্যে প্রভূত উন্নতি হয়েছে। এই রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে । আরও বলেন বিজেপি সরকার ত্রিপুরায় রাস্তা, সেতু নির্মাণ করেছে। তিনি আরও বলেন, এই রাজ্যের মানুষ যদি কমিউনিস্ট শাসন না চায় তাহলে এই তিনটি দলের কোনও একটিকেও ভোট দেওয়া যাবে না। কারণ দুটি দলই শেষপর্যন্ত কমিউনিস্টদের সাহায্য করবে। তিনি আরও বলেন 'আমি জানি না টিপরা মোথার নেতাদের কী হয়েছে? আদিবাসী অত্যাচারের কমিউনিস্টদের অতীত রেকর্ড থাকলেও তারা সেই বামদেরও সমর্থন করছে।'

আরও পড়ুন - 

ত্রিপুরায় নির্বাচনী জনসভায় উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান অমিত শাহের

HAL-কে তার সরকারকে টার্গেট করার জন্য ব্যবহার করেছিল , নাম না করে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

হাইড্রোজেন উৎপাদনে বিশেষ জোর প্রধানমন্ত্রী মোদীর, স্বাগত জানালেন এনার্জি উইকে উপস্থিত শিল্পপতিরা

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি
ইউনেস্কোর কালচারাল হেরিটেজ তালিকায় দিওয়ালি, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী