'ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতে আগুন লাগানোর চেষ্টা করবেন না,' মমতাকে তোপ হিমন্ত বিশ্বশর্মার

বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতারা।

Soumya Gangully | Published : Aug 28, 2024 2:16 PM IST / Updated: Aug 28 2024, 08:34 PM IST

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অসম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিন মমতা বলেন, ‘মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্বও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না। বিহারও থেমে থাকবে না। ঝাড়খণ্ডও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।’ পাল্টা 'এক্স' হ্যান্ডলে মমতার বক্তব্যের ভিডিও পোস্ট করে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দিদি, অসমকে হুমকি দেওয়ার সাহস আপনার কী করে হল? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার ব্যর্থতার রাজনীতির মাধ্যমে ভারতে আগুন লাগানোর চেষ্টা করবেন না। আপনার বিভাজনের ভাষা বলা মানায় না।’

পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা?

Latest Videos

বাংলাদেশে যেভাবে গণ আন্দোলনের মাধ্যমে যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করা হয়েছে, সেভাবেই পশ্চিমবঙ্গে মমতাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন অনেকে। সে কথা উল্লেখ করেই বুধবার মমতা বলেন, ‘কেউ কেউ মনে করছেন, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। ভাবতবর্ষ একটা আলাদা রাষ্ট্র।’ এরপরেই অসমের কথা উল্লেখ করেন মমতা। তাঁকে পাল্টা আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী।

 

 

মমতার সমালোচনায় সুকান্ত

মমতার মন্তব্যের সমালোচনা করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছে উনি ভারত-বিরোধী। সাংবিধানিক পদে থাকা একজন কথা বলছেন বলে মনে হচ্ছে না।’ অসমের বিজেপি নেতা পীযূষ হাজারিকা বলেছেন, ‘উনি আমাদের হুমকি দিয়ে কিছু করতে পারবেন না। আমি ওঁর মন্তব্যের নিন্দা করছি। উনি নিজের রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে অসমকে হুমকি দিচ্ছেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ধর্ষকদের একমাত্র সাজা ফাঁসি-৭দিনের মধ্যে বিল পাশ- চরম ঘোষণা মমতার

'এফআইআর-এর ভয় দেখাবেন না,' মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কর্মবিরতি চালিয়ে যেতে অনড় জুনিয়র ডাক্তাররা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |