সংক্ষিপ্ত

কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের অনুরোধে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ও নয়াদিল্লি এইমসের চিকিৎসকরা। কিন্তু বাংলার চিকিৎসকরা সেই আবেদনে সাড়া দিচ্ছেন না।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদে যে কর্মবিরতি চলছে, তা এখনই প্রত্যাহার করছেন না জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারিও দেন। এদিনই আবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে বলেছেন, 'আমাদের এফআইআর-এর ভয় দেখাবেন না। আমাদের দাবিগুলি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'

জুনিয়র ডাক্তারদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?

বুধবার দলীয় মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে। কিন্তু আপনাদের একটু মানবিক হওয়ারও আবেদন করব। সুপ্রিম কোর্টও আপনাদের অনুরোধ করেছে। অনেক গরিব মানুষ চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে মারা গিয়েছেন। ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যগুলিকে বিশেষ ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। আপনাদের ক্ষোভ আছে, অভিমান আছে। সেটা আমি বুঝি। কিন্তু এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন। আমাদের মানবিক মুখ রয়েছে। আমরা চাই না, কারও সারা জীবনটা নষ্ট হোক। আমরা যদি এফআইআর করি বা কোনও আইনি ব্যবস্থা নিই, তাহলে আপনাদের কেরিয়ারটা নষ্ট হোক। ভিসা, পাসপোর্টে অসুবিধা হয়ে যাবে। আমি তা চাই না। আমি আরও ভালো ভালো ডাক্তার তৈরি করতে চাই।'

কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার মিছিল

বুধবার কলেজ স্কোয়্যার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এই মিছিল থেকে ফের আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচারের দাবি জানান জুনিয়র ডাক্তাররা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'কোনও সভ্য সমাজে এভাবে মেয়েদের উপর নৃশংস অত্যাচার হয় না,' আর জি কর নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি

বিরিয়ানির প্যাকেট হাতে রাস্তার ধারে পুলিশ, মিছিল আসতেই ধুন্ধুমার কাণ্ড! দেখুন ছবিতে ছবিতে

YouTube video player