আসামে গ্রেফতার JEE-র প্রথম স্থান অধিকারী, ভুয়োকেসে পর্দাফাঁস বাবা-ছেলের

Published : Oct 29, 2020, 06:58 AM IST
আসামে গ্রেফতার JEE-র প্রথম স্থান অধিকারী,  ভুয়োকেসে পর্দাফাঁস বাবা-ছেলের

সংক্ষিপ্ত

  আসামে গ্রেফতার জেইই-তে প্রথম স্থান অধিকারী ও তাঁর বাবাও   সূত্রে খবর, বুধবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়  পরীক্ষকের সাহায্য় উপস্থিতি দিয়ে চলে আসে অভিযুক্ত  এরপর তাঁর বদলে পরীক্ষা দিয়েছিল অন্য একজন 

আসামে গ্রেফতার জেইই-তে প্রথম স্থান অধিকারী। গ্রেফতার করা হয়েছে তাঁর বাবাকেও। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে জেইই -তে প্রথম স্থান অধিকারীর বিরুদ্ধে অন্য পরীক্ষার্থী বসিয়ে এই নম্বর তোলার অভিযোগ উঠেছে। 

 

 

আরও পড়ুন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করলেন রাষ্ট্রপতি, ওঠে নিয়োগ সংক্রান্ত বিতর্কের ঝড়


পুলিশ সূত্রে খবর, বুধবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গুয়াহাটির আজরা থানায় মিত্রদেব শর্মা নামে একব্য়াক্তি। অভিযোগের ভিত্তিতে জানা যায়, নীলনক্ষত্র দাশ পরীক্ষকের সাহায্য় কেন্দ্রে গিয়ে উপস্থিতি দিয়ে চলে আসেন। এরপর তাঁর বদলে পরীক্ষা দিয়েছিল অন্য একজন।

 

 

আরও পড়ুন, কমাতে হবে বেসরকারি স্কুলের ২০ শতাংশ ফি, রায় বহাল থাকছে সুপ্রিম কোর্টেও

উল্লেখ্য, দেশজুড়ে ৫ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রাস অনুষ্ঠিত হয়েছে।  এদিকে এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে গুয়াহাটির  বড়ঝাড় পরীক্ষাকেন্দ্রে। গুয়াহাটির পশ্চিমের ডিসিপি সুপ্রতিভলাল বড়ুয়া জানিয়েছেন, এবিষয়ে তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo