আসামে গ্রেফতার JEE-র প্রথম স্থান অধিকারী, ভুয়োকেসে পর্দাফাঁস বাবা-ছেলের

 

  • আসামে গ্রেফতার জেইই-তে প্রথম স্থান অধিকারী ও তাঁর বাবাও 
  •  সূত্রে খবর, বুধবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় 
  • পরীক্ষকের সাহায্য় উপস্থিতি দিয়ে চলে আসে অভিযুক্ত 
  • এরপর তাঁর বদলে পরীক্ষা দিয়েছিল অন্য একজন 

আসামে গ্রেফতার জেইই-তে প্রথম স্থান অধিকারী। গ্রেফতার করা হয়েছে তাঁর বাবাকেও। ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে জেইই -তে প্রথম স্থান অধিকারীর বিরুদ্ধে অন্য পরীক্ষার্থী বসিয়ে এই নম্বর তোলার অভিযোগ উঠেছে। 

 

Latest Videos

 

আরও পড়ুন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাসপেন্ড করলেন রাষ্ট্রপতি, ওঠে নিয়োগ সংক্রান্ত বিতর্কের ঝড়


পুলিশ সূত্রে খবর, বুধবার ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গুয়াহাটির আজরা থানায় মিত্রদেব শর্মা নামে একব্য়াক্তি। অভিযোগের ভিত্তিতে জানা যায়, নীলনক্ষত্র দাশ পরীক্ষকের সাহায্য় কেন্দ্রে গিয়ে উপস্থিতি দিয়ে চলে আসেন। এরপর তাঁর বদলে পরীক্ষা দিয়েছিল অন্য একজন।

 

 

আরও পড়ুন, কমাতে হবে বেসরকারি স্কুলের ২০ শতাংশ ফি, রায় বহাল থাকছে সুপ্রিম কোর্টেও

উল্লেখ্য, দেশজুড়ে ৫ সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রাস অনুষ্ঠিত হয়েছে।  এদিকে এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে গুয়াহাটির  বড়ঝাড় পরীক্ষাকেন্দ্রে। গুয়াহাটির পশ্চিমের ডিসিপি সুপ্রতিভলাল বড়ুয়া জানিয়েছেন, এবিষয়ে তদন্তের জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র