Bank Holidays: টানা ৬ দিন খুলবে না ব্যাঙ্ক! তারিখগুলো জানেন তো? জেনে নিন কী কী করবেন

সেপ্টেম্বর মাসে ভারতের ব্যাংকগুলি ১৪ দিন মতো বন্ধ থাকতে চলেছে। স্থানীয় উৎসব ছাড়াও রয়েছে শনিবার ও রবিবার। প্রতি সপ্তাহের রবিবার দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকে।

সেপ্টেম্বর মাসে একটানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৩ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বরের মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়াও রয়েছে বেশ কিছু স্থানীয় উৎসব। যার ফলে কিছু কিছু ব্যাংক একটানা ৬ দিনও বন্ধ থাকতে পারে। জাতীয় ছুটি ছাড়া স্থানীয় উৎসবের উপর ভিত্তি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বিভিন্ন ব্যাংকে দিয়ে থাকে স্থানীয় ছুটি।

সেপ্টেম্বর মাসে ভারতের ব্যাংকগুলি ১৪ দিন মতো বন্ধ থাকতে চলেছে। স্থানীয় উৎসব ছাড়াও রয়েছে শনিবার ও রবিবার। প্রতি সপ্তাহের রবিবার দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার গোটা দেশেই বন্ধ থাকে ব্যাংক। তাই আগে থেকে ব্যাংকের ছুটির দিনগুলি জানা থাকলে আখেরে লাভ হবে আপনারই।

Latest Videos

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রামদেব জয়ন্তী/তেজা দশমী উপলক্ষে রাজস্থানে ব্যাংক বন্ধ।

১৪ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) ও ওনাম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ।

১৫ সেপ্টেম্বর (রবিবার) তিরুভোনম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ছুটি।

১৬ সেপ্টেম্বর (সোমবার) ইদ-ই-মিলাদ উপলক্ষে সারা ভারতে ব্যাংক বন্ধ।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইন্দ্র যাত্রা উপলক্ষে সিকিমে ব্যাংক ছুটি।

১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তীতে কেরলে ছুটি।

এগুলি ছাড়াও সেপ্টেম্বর মাসে আরো কিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে ২১ সেপ্টেম্বর কেরলে বন্ধ থাকবে ব্যাংক। ২২ সেপ্টেম্বর গোটা দেশেই রয়েছে সাপ্তাহিক ছুটি। এছাড়াও বীরদের শহিদ দিবস উপলক্ষে হরিয়ানায় ২৩ সেপ্টেম্বর ব্যাংক হলিডে। মাসের চতুর্থ শনিবার ও রবিবার হিসাবে গোটা দেশেই ব্যাংকের ব্রাঞ্চ পরিষেবা বন্ধ থাকবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

Share this article
click me!

Latest Videos

Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border
'শুধু ভোটটা লুঠ করে দিন' | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #bjp | #tmc |
গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ | Nabadwip News Today
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral