Bank Holidays: টানা ৬ দিন খুলবে না ব্যাঙ্ক! তারিখগুলো জানেন তো? জেনে নিন কী কী করবেন

Published : Sep 12, 2024, 04:26 PM IST
Bank Close

সংক্ষিপ্ত

সেপ্টেম্বর মাসে ভারতের ব্যাংকগুলি ১৪ দিন মতো বন্ধ থাকতে চলেছে। স্থানীয় উৎসব ছাড়াও রয়েছে শনিবার ও রবিবার। প্রতি সপ্তাহের রবিবার দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকে।

সেপ্টেম্বর মাসে একটানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক। ১৩ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বরের মধ্যে সাপ্তাহিক ছুটি ছাড়াও রয়েছে বেশ কিছু স্থানীয় উৎসব। যার ফলে কিছু কিছু ব্যাংক একটানা ৬ দিনও বন্ধ থাকতে পারে। জাতীয় ছুটি ছাড়া স্থানীয় উৎসবের উপর ভিত্তি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) বিভিন্ন ব্যাংকে দিয়ে থাকে স্থানীয় ছুটি।

সেপ্টেম্বর মাসে ভারতের ব্যাংকগুলি ১৪ দিন মতো বন্ধ থাকতে চলেছে। স্থানীয় উৎসব ছাড়াও রয়েছে শনিবার ও রবিবার। প্রতি সপ্তাহের রবিবার দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার গোটা দেশেই বন্ধ থাকে ব্যাংক। তাই আগে থেকে ব্যাংকের ছুটির দিনগুলি জানা থাকলে আখেরে লাভ হবে আপনারই।

১৩ সেপ্টেম্বর (শুক্রবার) রামদেব জয়ন্তী/তেজা দশমী উপলক্ষে রাজস্থানে ব্যাংক বন্ধ।

১৪ সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার) ও ওনাম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ।

১৫ সেপ্টেম্বর (রবিবার) তিরুভোনম উপলক্ষে কেরল/বিভিন্ন রাজ্যে ছুটি।

১৬ সেপ্টেম্বর (সোমবার) ইদ-ই-মিলাদ উপলক্ষে সারা ভারতে ব্যাংক বন্ধ।

১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইন্দ্র যাত্রা উপলক্ষে সিকিমে ব্যাংক ছুটি।

১৮ সেপ্টেম্বর (বুধবার) শ্রী নারায়ণ গুরু জয়ন্তীতে কেরলে ছুটি।

এগুলি ছাড়াও সেপ্টেম্বর মাসে আরো কিছুদিন বন্ধ থাকতে চলেছে ব্যাংক। শ্রী নারায়ণ গুরু সমাধি উপলক্ষে ২১ সেপ্টেম্বর কেরলে বন্ধ থাকবে ব্যাংক। ২২ সেপ্টেম্বর গোটা দেশেই রয়েছে সাপ্তাহিক ছুটি। এছাড়াও বীরদের শহিদ দিবস উপলক্ষে হরিয়ানায় ২৩ সেপ্টেম্বর ব্যাংক হলিডে। মাসের চতুর্থ শনিবার ও রবিবার হিসাবে গোটা দেশেই ব্যাংকের ব্রাঞ্চ পরিষেবা বন্ধ থাকবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর।

PREV
click me!

Recommended Stories

৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo
IndiGo বিমান পরিষেবা বিভ্রাট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, কী বলল শীর্ষ আদালত