Bank Holidays in February: ফেব্রুয়ারি মাসে কতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানাল আরবিআই

পরপর ছুটি থাকায় গ্রাহকদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার বলছে ফেব্রুয়ারি মাসের এই কয়েকদিন বন্ধ থাকবে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক। 

আর দিন কয়েক বাকি ফেব্রুয়ারি মাস (February) পড়তে। মাসের শুরুতে ব্যাঙ্কের যাওয়ার প্রয়োজন হয় প্রত্যেকেরই। এছাড়াও গোটা মাস জুড়েই কিছু না কিছু কাজ থাকে ব্যাঙ্ক সংক্রান্ত। তাই জেনে নেওয়া ভালো ফেব্রুয়ারি মাসে কোন কোন দিন বন্ধ থাকবে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক (Banks to remain shut)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছুটির তালিকা অনুসারে প্রতি বছর ছুটির বিজ্ঞপ্তি দেওয়া হয়।

ব্যাঙ্কের জন্য সাপ্তাহিক ছুটির দিন বাদে উপরে তালিকাভুক্ত সমস্ত ছুটি ‘Negotiable Instruments Act’- এর আওতায় আসে। তবে এই সব ছুটিই প্রতিটি রাজ্যে প্রযোজ্য নয়। তবে ছুটির দিনগুলিতে ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা দেওয়া যাবে না। 

Latest Videos

পরপর ছুটি থাকায় গ্রাহকদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআইয়ের ছুটির ক্যালেন্ডার বলছে ফেব্রুয়ারি মাসের এই কয়েকদিন বন্ধ থাকবে আপনার নিকটবর্তী ব্যাঙ্ক। বেশ কয়েকটি উৎসব এই তারিখগুলিতে পড়ায়, ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ছুটির দিনেও অনলাইন ব্যাঙ্কিং সেবা চালু থাকবে। ছুটির কারণে ব্যাঙ্কের গ্রাহকরা ব্যাঙ্ক শাখায় টাকা তুলতে ও জমা করতে পারবেন না। তবে এই দিনগুলিতে এটিএম, মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ব্যাঙ্কের ছুটির তালিকায় এই দিনগুলি উল্লেখিত রয়েছে। টাকা পয়সার লেনদেনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্ল্যান থাকলে তাই একটু আগে থেকে জেনে নিন কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে আগামী মাসে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে, বসন্ত পঞ্চমী, গুরু রবিদাস জয়ন্তী এবং দোলযাত্রা সহ ছয়টি ছুটি থাকবে, যেগুলিতে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও রবিবার একটি সাপ্তাহিক ছুটি থাকবে। আগামী মাসে মোট ১২ দিন ব্যাঙ্কগুলিতে কোনও কাজ হবে না। তবে গ্রাহকরা এই সময়ে এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং এবং অন্যান্য পরিষেবাগুলি অ্যাক্সেস করতে সক্ষম হবেন৷

ছুটির তালিকা

দোসরা ফেব্রুয়ারি : সোনম লোছার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ)

৫ই ফেব্রুয়ারি : সরস্বতী পূজা/শ্রী পঞ্চমী/বসন্ত পঞ্চমী (আগরতলা, ভুবনেশ্বর, কলকাতায় ব্যাঙ্ক বন্ধ)

১৫ই ফেব্রুয়ারী: মোহাম্মদ হযরত আলীর জন্মদিন/লুই-নাগাই-নি (ইম্ফল, কানপুর, লখনউতে ব্যাঙ্ক বন্ধ)

১৬ই ফেব্রুয়ারি: গুরু রবিদাস জয়ন্তী (চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ)

১৮ই ফেব্রুয়ারি: দোলযাত্রা (কলকাতায় ব্যাংক বন্ধ)

১৯শে ফেব্রুয়ারী : ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তী (বেলাপুর, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্ক বন্ধ)

শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধের তালিকা 

৬ই ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)

১২ই ফেব্রুয়ারি: মাসের দ্বিতীয় শনিবার (সাপ্তাহিক ছুটি)

১৩ই ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)

২০ ফেব্রুয়ারি: রবিবার (সাপ্তাহিক ছুটি)

২৬ ফেব্রুয়ারি: মাসের চতুর্থ শনিবার (সাপ্তাহিক ছুটির দিন)

২৭শে ফেব্রুয়ারি : রবিবার (সাপ্তাহিক ছুটি)

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র