বিমানযাত্রীদের জন্য হ্যান্ডব্যাগে নিষেধাজ্ঞা জারি BCAS-র, রাখা যাবে না ১-র বেশি হ্যান্ডব্যাগ

ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি  বিমান যাত্রায় হ্যান্ডব্যাগের ওপর বিধিনিষেধ আরোপ করল। বিমানযাত্রার সময় একটি মাত্র হ্যান্ডব্যাগ রাখার নিয়ম জারি করেছে। ভারতের সমস্ত আভ্যন্তরীণ বিমান যাত্রার জন্য এই নিয়ম প্রযোজ্য৷ 

এবার থেকে আকাশপথে (Airline) যাত্রার জন্য একটি বিশেষ নিয়ম চালু করা হচ্ছে। বিমানবন্দের ব্যাগের ওজনের একটা নির্দিষ্ট মাপ তো রাখাই হয়েছে। সেই ওজনের থেকে বেশি বলে দিতে হয় অতিরিক্ত টাকাও। এবার  ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি  (BCAS) বিমান যাত্রায় হ্যান্ডব্যাগের ওপর বিধিনিষেধ আরোপ করল। এবার থেকে বিমানযাত্রার সময় একটির বেশি হ্যআন্ডব্যাগ আর রাখা যাবে না। দেশের সকল বিমানবন্দর জুড়ে একটি হ্যান্ডব্যাগ রাখার নিয়ম আরোপ করেছে। কেন্দ্রের এই নতুন নিয়মের ফলে যাত্রীরা যে বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়বে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তবে এই বিষয় একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, সেটি হল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি যে বিমানযাত্রার সময় একটি মাত্র হ্যান্ডব্যাগ (Carry Only One hand Bag) রাখার নিয়ম জারি করেছে সেটি শুধুমাত্র ভারতের সমস্ত আভ্যন্তরীণ বিমান যাত্রার জন্য প্রযোজ্য৷ 

জেনে নেওয়া যাক ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটির (BCAS) তরফে ঠিক কী বলা হয়েছে। কেন্দ্রের তরফে জারি করা নতুন সার্কুলার অনুযায়ী, পুরুষ-মহিলা নির্বিশেষ কোনও প্যাসেঞ্জারই এবার থেকে একটার বেশি হ্যান্ডব্যাগ ব্যবহার করতে পারবেন না। মহিলাদের অনেক সময় একটির বেশী হ্যান্ডব্যাগ ক্যারি করতে দেখা যায়। এবার থেকে কিন্তু আর সেই সুবিধা উপলোব্ধ হবে না। একটি মাত্র হ্যান্ডব্যাগই ক্যারি করার অনুমতি রয়েছে কেন্দ্রের তরফে। এই হ্যান্ড ব্যাগ ক্যারি করার নিয়মে বদল আসলে যাত্রীদের বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় কিনা এখন সেটাই দেখার। অনেকেই বিমানযাত্রার সময় নানা ধরণের লাগেজ নিয়ে যান। তার মধ্যে একের বেশি হ্যান্ডব্যাগ থাকে৷ এখন তারা অসুবিধায় পড়েন নাকি সেটা তো সময়ই বলবে। 

Latest Videos

আরও পড়ুন-United Airlines Assault: চোখ খুলতেই স্তনে পুরুষ সহযাত্রীর হাত, মাঝ আকাশে বেপরোয়া শ্লীলতাহানি

আরও পড়ুন-Indigo Offer-মাত্র ১১২২ টাকায় আকাশপথে ভ্রমনের সুযোগ,নববর্ষ উপলক্ষ্যে দুর্দান্ত অফার ইন্ডিগোর টিকিটে

আরও পড়ুন-করোনা পরিস্থিতিতে ইন্ডিগোর তরফে বাতিল হয়েছে অনেক বিমান, যাত্রীদের জন্য নিয়ে এসেছে প্ল্যান বি

উল্লেখ্য, যাত্রীদের কাছে একটি হ্যান্ডব্যাগ আছে কিনা সেটা দেখার দায়িত্ব বিমানবন্দর কর্তৃপক্ষের। এছাড়া গাইড প্যাক্স সহ বাকি জিনিসগুলির দিকেও নজর রাখবে বিমানবন্দর কর্তৃপক্ষ এমনটাই জানানো হয়েছে নতুন নির্দেশিকায়। দেশের সমস্ত এয়ারলাইন্সকে এই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দিয়েছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিওরিটি। কোনও এয়ারলাইন্সেই যাতে এই নিয়মের অন্যথা না হয় তা তাদের নিশ্চিন্ত করতে হবে। সর্বোপরি, প্রতিটি যাত্রীর টিকিটেও যাতে বিষয়টির যথাযথ উল্লেখ থাকে সেটি দেখার দায়িত্বও এয়ারলাইন্সগুলির৷ প্রতিটি বিমানবন্দরকে চেক-ইন কাউন্টার সহ সমস্ত জায়গায় বড় বড় করে হোর্ডিং, ব্যানার, প্ল্যাকার্ডে নিয়মগুলি লিখে রাখতে হবে বলে মনে করছে কেন্দ্র। তবে এই নয়া নির্দেশিকায় যাত্রীরা কোনও প্রতিক্রিয়া দেয় কিনা সেটাই দেখার। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury