'মোদীকে খুন করার জন্য প্রস্তুত হতে হবে', কংগ্রেস নেতার মন্তব্যে জোর বিতর্ক- দাবি গ্রেফতারের

কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। মধ্য প্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া বলেন সংবিধান রক্ষার জন্য মোদীকে খুন করতে হবে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি।

Web Desk - ANB | Published : Dec 12, 2022 10:16 AM IST

সংবিধান রক্ষা করতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে হবে- এমনই বিতর্কিত ও অশালীন মন্তব্য করলেন কংগ্রেসের নেতা। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেসের নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপির প্রথম সারির নেতারা। পাশাপাশি কংগ্রেস নেতার এজাতীয় অবমাননাকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীকেও নিশানা করেছে বিজেপি। যাইহোক কংগ্রেস নেতার মন্তব্য ঘিরে তুলকালাম শুরু হয়েছে দেশের অভ্যন্তরীন রাজনীতিতে।

রাজা পাতেরিয়ার বিতর্কিত মন্তব্য

Latest Videos

ভোপালের প্রবীণ কংগ্রেস নেতা রাজ পাতেরিয়ার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি একটি ঘরোয়া বৈঠকে বক্তব্য রাখছিলেন। ভিডিও ফুটেজ দেখে তেমনই মনে করা হচ্ছে। সেই বৈঠকেই প্রবীণ কংগ্রেস নেতা নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাজা পাতেরিয়া বলেন, 'মোদী নির্বাচন শেষ করে দেবেন, মোদী ধর্ম - বর্ণ- ভাষার ভিত্তিতে বিভাদন করবেন, দলিত উপজাতী ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন হয়ে যাবে। সংবিধান যদি বাঁচাতে হয় তাহলে মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন। '

 

 

বিজেপির দাবি

প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্য ভাইরাল হওয়ার পরেই আসরে নেমে পড়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করে গেরুয়া শিবির। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী সম্পর্কে এজাতীয় মন্তব্যের জন্য় কংগ্রেস নেতার গ্রেফতারিও দাবি করেছে বিজেপি। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান বলেন, একদিকে রাহুল গান্ধী অহিংসা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছেন তাঁর ভারত জোড়ো যাত্রায় । আর অন্যদিকে তাঁরই দলের নেতারা হিংসা ছড়াচ্ছে। রাজ পাতেরিয়ার মন্তব্য থেকেই পরিষ্কার কংগ্রেস মানসিকতা কী। পাশাপাশি কংগ্রেস কী চাইছে তাও স্পষ্ট হচ্ছে। তবে কংগ্রেস এখনও এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি।

রাজ পাতেরিয়ার দাবি

ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই তিনি বলেন, মোদীকে খুন বা হত্যা করার কথা তিনি বলেননি। তিনি বলতে চেয়েছেন রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীকে হারাতে হবে। তিনি আরও বলেছেন, তাঁর কাছে খুনের অর্থ হল পরাজয়। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীকে পরাজিত করা জরুরি। যদিও পাতেরিয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মধ্যে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি বলেন কংগ্রেস নেতাদের এজাতীয় মন্তব্যই প্রকাশ করে তারা গান্ধীজির কংগ্রেস নয়। ইতালির কংগ্রেস- যারা মুসোলিনির মানসিকতায় বিশ্বাসী। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী বলেন এই মন্তব্য অমার্জনীয়। রাজা পাতেরিয়াকে মানসিকভাবে অসুস্থ বলেও বর্ণনা করেন তিনি।

আরও পড়ুনঃ

ঐতিহাসিক সিদ্ধান্ত! যাত্রী পরিষেবায় জোর দিতে ৫০০ বিমান কিনতে চলছে এয়ার ইন্ডিয়া

সকেত গোখলে ইস্যুতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল, কাল যাবে পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ত্রিপুরা জিততে দলবদলু পীযূষকান্তি বিশ্বাসেই ভরসা তৃণমূলের, রাজ্যসভাপতি দায়িত্বে প্রাক্তন কংগ্রেস নেতা

 

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়