দাড়ি আর টি-শার্ট বিতর্ক সঙ্গে নিয়েই উত্তর প্রদেশে যাবেন রাহুল, মঙ্গলবার ফের ভারত জোড়ো যাত্রা শুরু

কাল থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। একাধিক বিতর্ক সঙ্গে নিয়েই উত্তর প্রদেশে হয়ে হরিয়ানা যাবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

 

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে এবার গন্তব্য উত্তর প্রদেশ। কংগ্রেস সূত্রের খবর মঙ্গলবারই যোগীর রাজ্যে প্রবেশ করবে ভারত জোড়ো যাত্রা। ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে ৫ জানুয়ারি প্রবেশ করবে হরিয়ানাতে। কংগ্রেসের একটা অংশের মতে এবারই যাত্রাপথ সবথেকে কঠিন । কারণ দিল্লি ও উত্তর প্রদেশের মধ্যে দিয়ে পথ হাঁটবের রাহুল। আগে থেকেই তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। যদিও কেন্দ্রের বক্তব্য রাহুল গান্ধী নিজেই ১১৩ বার নিরাপত্তা বিধি ভেঙেছেন। তারপরেও কংগ্রেস দাবি মিছিল ঘিরে যাতে কোনও অশান্তি না হয় - যা যেন কেন্দ্রীয় সরকার নিশ্চিত করে। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে রাহুল গান্ধী যে গাড়িতে করে যাবেন না তা তিনিও স্পষ্ট করে দিয়েছে সাংবাদিক বৈঠকে।

Latest Videos

কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, শীতকালীন বিরতির পরে ৩ জানুয়ারি দিল্লির কাশ্মীর গেটের হনুমান মন্দির থেকে আবার যাত্রা শুরু হবে। এই দিনই দুপুরের দিকে উত্তর প্রদেশের গাজিয়াবাদে পৌঁছাবে। বাগপতের মাভিকালা গ্রামে রাত্রিযাপন করবেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতারা জানিয়েছেন, যাত্রাটি ৪ জানুয়ারি উত্তর প্রদেশের শামলি হয়ে ৫ জানুয়ারি সন্ধ্যায় পানিপথের সানৌলি দিয়ে হরিয়ানায় প্রবেশ করবে। উত্তর প্রদেশের রাহুল গান্ধীর যাত্রায় ২ থেকে আড়াই হাজার মানুষ সামিল হবে বলে স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন।

ইতিমধ্যেই ভারত জোড়ো যাত্রার সাফল্য কামনা করেছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ব্যক্তিগত কাজ থাকায় তিনি যাত্রায় সামিল হতে পারবেন না বলেও জানিয়েছেন। তবে উত্তর প্রদেশের কোনও বিরোধী রাজনৈতিক নেতাই এই যাত্রায় সামিল হচ্ছেন না। যা নিয়ে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে কংগ্রেসের মধ্যে।

যাইহোক ভারত জোড়ো যাত্রার মধ্যেই রাহুল গান্ধীর দাড়ি আর টিশার্ট বিতর্ক তুঙ্গে। কংগ্রেসের অন্দরে গুঞ্জন যাত্রা শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত রাহুল গান্ধী দাড়ি কাটেননি। যা নিয়ে বিজেপির একাধিক নেতাই তাঁকে নিশানাকরেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে গান্ধীর দাড়ি প্রাক্তন ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো। এই সপ্তাহে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেছেন যে গান্ধী দাড়ি বাড়াচ্ছেন, তার মানে এই নয় যে কংগ্রেস দলের আসন বৃদ্ধিতে সফল হবে। এর আগে রাহুল গান্ধীর দাড়ির সাথে কার্ল মার্কসের দাড়ির তুলনা করে একটি ভাইরাল ছবিও কিছুক্ষণ আগে ছড়িয়ে পড়েছিল। যদিও কংগ্রেস এই বিতর্কে গুরুত্ব দিতে নারাজ। জয়রাম রমেশ বলেছেন দেশ বদল করতে চাইছে কংগ্রেস। তাই পোশাক নিয়ে তারা চিন্তিত নন।

ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে পৌঁছেছেন রাহুল গান্ধী। কিন্তু দিল্লির প্রবল ঠান্ডাতেও তিনি 'হট'। কারণ এখনও পর্যন্ত একদিনও রাহুল গান্ধীকে সোয়েটার পরতে দেখা যায়নি। অন্যান্যবার শীতকালে তাঁকে হাফহাতা কালো জ্যাকেট পরতে দেখা যায়। এবার এখনও পর্যন্ত তিনি দুধ সাদা একটি টি-শার্ট পরেই কাটিয়ে দিচ্ছেন। তাই বছরের শেষে রাহুল যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলন, তখন ঘুরে ফিরে এসে পড়ে তার টি-শার্ট প্রসঙ্গ। যদিও হাসি মুখেই জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী প্রথমেই জানিয়ে দেন তাঁর ঠান্ডা লাগছে না। আর সেই কারণেই তিনি এখনও টি-শার্ট পরেই রয়েছেন।

আরও পড়ুনঃ

রাজনীতিতেও কি এবার চালু হবে 'সুন্দর মুখের জয় সর্বত্র' প্রবাদ? 'মুখ বিতর্ক' কংগ্রেস আর বিজেপিতে

দিল্লির প্রবল ঠান্ডাতেও সোয়েটার ছাড়া রাহুল গান্ধী, জানুন টি-শার্ট পরে থাকার গোপন রহস্য কী

বরুণ গান্ধীকে কি ভারত জোড়ো যাত্রায় স্বাগত জানান হবে? প্রশ্নের উত্তর দিলেন রাহুল গান্ধী

 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh