সংক্ষিপ্ত
সম্প্রতি দিল্লি আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন মুক্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরই মধ্যে তাঁর বাসভবনে দলীয় নেত্রীকে নিগ্রহের অভিযোগ উঠল।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আক্রান্ত হওয়ার অভিযোগ জানালেন রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি পুলিশের জরুরি বিভাগে ফোন করে দিল্লির মুখ্যমন্ত্রীর সহযোগী বৈভব কুমারের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করেন স্বাতী। পরে তিনি থানায় যান যদিও সরকারিভাবে অভিযোগ দায়ের করার আগেই সেখান থেকে চলে যান তিনি। এই ঘটনায় দিল্লির রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে রাজ্যসভার সাংসদ আক্রান্ত হলে সাধারণ মানুষের কী হাল, সেই প্রশ্ন তুলছেন অনেকে। আম আদমি পার্টিকে কটাক্ষ করেছে বিজেপি। একইসঙ্গে স্বাতীকেও কটাক্ষ করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর, আম আদমি পার্টির পক্ষ থেকে এই ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
স্বাতীর অভিযোগের তদন্তে দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘সোমবার সকাল ৯টা বেজে ৩৪ মিনিটে সিভিল লাইনস থানার পিসিআর-এ ফোন করে এক মহিলা অভিযোগ করেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আক্রান্ত হয়েছেন। কিছুক্ষণ পরে সাংসদ সিভিল লাইনস থানায় আসেন। তবে তিনি বলেন, পরে অভিযোগ দায়ের করবেন। এরপর তিনি চলে যান।’ লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় এই ঘটনায় মামলা দায়ের করেনি দিল্লি পুলিশ। তবে ফোন করে যে অভিযোগ দায়ের করা হয়, তার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে স্বাতীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বাতীকে কটাক্ষ অমিত মালব্যর
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাতীকে কটাক্ষ করে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘মনে রাখতে হবে, কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে নীরবতা বজায় রেখেছিলেন স্বাতী মালিওয়াল। এমনকী, সেই সময় তিনি ভারতেই ছিলেন না। দীর্ঘদিন পর তিনি দেশে ফেরেন।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
"বিজেপি ক্ষমতায় এলেই মমতা জেলে ঢুকবে!" তিহার জেল থেকে বেরিয়েই চাঞ্চল্যকর দাবি কেজরিওয়ালের
নরেন্দ্র মোদী না অমিত শাহ - কে হবেন দেশের প্রধানমন্ত্রী? কেজরির প্রশ্নের উত্তর দিলেন বিজেপি নেতা
Arvind Kejriwal: ৫০ দিন পরে জেল থেকে মুক্ত অরবিন্দ কেজরিওয়াল, বেরিয়ে কী বললেন AAP প্রধান