মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। অসম-মেঘালয় সীমানায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। ভোটে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন মমতা।
কেন্দ্রের বিজেপি সরকার মেঘলয় ও উত্তর পূর্বের রাজ্যগুলিকে অবহেলা করেছে। মেঘালয় ও উত্তর পূর্বের রাজ্যগুলির উন্নয়নের জন্য তেমন কোনও কাজ করেনি। বর্তমানে দুই দিনের মেঘালয়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। মঙ্গলবার মেঘালয়ার তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি সম্মেলনে ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেছেছেন, মেঘালয়ের ভূমিপুত্ররা যাতে রাজ্য শাসন করতে পারে আর রাজ্যের ক্ষমতা দখল করতে পারে তার জন্য তিনি সর্বতো ভাবে সাহায্য করতে চান।
এদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেঘালয়ের পাশাপাশি উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য তেমন কোনও কাজ করেনি। এই রাজ্যগুলিকে চূড়ান্ত অবহেলা করেছে। তিনি আরও বলেছেন, 'আমরা যদি পার্বত্যরাজ্যের উন্নয়ন করতে পারি তাহলে এই রাজ্যের উন্নয়নে জোর দেব। ' তিনি আরও বলেন রাজ্যের উন্নয়নই তাঁর কাছে অগ্রাধিকার পাবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের প্রতি মাসে ১ হাজার চাকা করে দেওয়ার কথাও ঘোষণা করে দেন। বলেন তৃণমূল ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের মাসে ১০০০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, মেঘালয়ের মহিলারা যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছে। তিনি বলেছেন নারী শক্তির উন্নয়নে তিনি বরাবরই প্রাধান্য দিয়ে থাকেন।
আগামী বছর শুরুতে মেঘালয় বিধানসভা নির্বাচন। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ি রাজ্যে পৌঁছেছেন। গতকাল তিনি অসম-মেঘালয় সীমানা সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। প্রত্যেক পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন। এদিন তিনি সেই প্রসঙ্গ উত্থাপন করে বলেন, 'আমি মর্মাহত মুকরোহতে গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। তাদের দুঃসময় তাদের পাশে দাড়ান আমার কর্তব্য। সাহায্যের জন্য অল্প টাকাও তাদের হাতে তুলে দিয়েছিল। সেখানেই তিনি জানিছেন ক্ষতিপুরণ হিসেবে নিহতদের পরিবার পিছু তৃণমূলের তরফ থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।'
স্থানীয় তৃণমূল কর্মীদের কথায় আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উপস্থিতি রাজ্যের দলীয় কর্মীদের চাঙ্গা করবে। এতে মনোবল বাড়বে। পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও আকৃষ্ট হবে তৃণমূল কংগ্রেসের দিকে। তিনি আরও জানিয়েছেন ২০২৩ সালে মেঘালয়া বিধানসভা নির্বাচন। ৪ মার্চের আগেই বিধানসভা নির্বাচন করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
তৃণমূল সূত্রের দাবি করা হয়েছে মেঘালয়ার মানুষ রাজ্যে ন্যাশানাল পিপিলস পার্টি বা এনপিপি-র নেতৃত্বাধীন সরকারকে নিয়ে একদমই খুশি নয়। গত পাঁচ বছরে রাজ্যে কোনও রকম উন্নয়ন হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল নেতা রাজ্য পরিচালনায় এনপিপি-র যে কতটা অযোগ্য তাও বলেন। তিনি বলেন, রাজ্যের মানুষ কী চাইছে, কীভাবে আছে আর কোনও তথ্য নেই সরকারের কাছে। তৃণমূল সূত্রের খবর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এর আগে দুইবার অভিষেক মেঘালয়া সফর করেছেন।
আরও পড়ুনঃ
কে এই লালন শেখ? সিবিআই ক্যাম্প অফিসে তার রহস্যজনক মৃত্যুতেই কি ইতি পড়বে বগটুই গণহত্যাকাণ্ডের তদন্ত
দিন পিছিয়ে দিলেন শুভেন্দু , বললেন 'প্রভাবশালী ডাকাত গ্রেফতার হবে ১৪ জানুয়ারী '
তাওয়াং নিয়ে আলোচনার দাবি মানল না সরকার, প্রতিবাদে কংগ্রেসের ওয়াকআউট রাজ্যসভা থেকে