'চলে যান পাকিস্তান', সিএএ-এর প্রতিবাদ নিয়ে এবার কবিকন্যাকে হুঁশিয়ারি বিজেপি সাংসদের

  • ফের সিএএ বিরোধী আন্দোলনকারীকে তোপ
  • রোশের শিকার বিখ্যাত লেখকের কন্যা 
  • যোগী সরকারকে  কটাক্ষ করেছিলেন তিনি
  • পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ 

Asianet News Bangla | Published : Feb 10, 2020 6:16 AM IST / Updated: Feb 10 2020, 11:48 AM IST

সিএএ বিরোধী আবন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিবেন কবিকন্যা। আর সেই কারণেই এবার তাঁকে পাকিস্তান যাওয়ার পরামর্শ দিলেন এক বিজেপি সাংসদ। ঘটনাস্থল আলিগড়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন কবি মুনব্বর রানার মেয়ে সুমেয়া রানা। এর পরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে উত্তরপ্রদেশ সরকার। তার পরেও অবশ্য দমেননি কবিকন্যা। বলেন, " এভাবে আইন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না। এটা আমার কাছে সম্মানের। ভবিষ্যত প্রজন্ম আমাদের এজন্য মনে রাখবে।"

আরও পড়ুন: চিনে করোনায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, আতঙ্কের পরিবেশে ভারত থেকে দেশে ফেরান হল চিনা পর্যটককে

সুমেয়া আরও বলেন," দেশের বর্তমান পরিস্থিতি অবরুদ্ধ, এই অবস্থায় শ্বাস নিয়ে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ছে।" 

আরও পড়ুন: ধর্ষণ করেছিল বয়ফ্রেন্ড, মহিলা ক্ষতিপূরণ পেলেন ৭.৮ কোটি টাকা

এরপরেই সুমেয়ার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম। এখানে শ্বাস নিতে কষ্ট হলে সুমেয়া পাকিস্তানে গিয়ে থাকতে পারনে বলেও মন্তব্য করেন এই বিজেপি নেতা।

"যদি এই দেশে থাকতে সুমেয়ার শ্বাসকষ্ট হয়, তবে তাঁর পাকিস্তানে যাওয়ার অনেক পথ খোলা রয়েছে", মন্তব্য করেন বিজেপি নেতা। " ভারতে যেকেউ স্বাধীন ভাবে নিজের বক্তব্য প্রকাশ করতে পারে বলেও  জানান গৌতম। 

Share this article
click me!