নয়াদিল্লি এইমসে সীতারাম ইয়েচুরির দেহদান, কে হবেন সিপিআইএম-এর নতুন সাধারণ সম্পাদক?

সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর, সিপিআইএম নতুন নেতা নির্বাচনে ধীর পথে হাঁটছে। এ মাসের শেষে পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন প্রধান নির্বাচিত হবেন। এর আগে পর্যন্ত পলিটব্যুরোর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

Soumya Gangully | Published : Sep 14, 2024 6:00 PM IST / Updated: Sep 15 2024, 12:31 AM IST

'দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং!' এই প্রচলিত পথে হাঁটছে না সিপিআইএম। সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর দলের নতুন প্রধান বেছে নেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিচ্ছে কেরলের শাসক দল। এ মাসের শেষে সিপিআইএম পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তার আগে পর্যন্ত পলিটব্যুরোর সদস্যরা যুগ্মভাবে দলের কাজকর্ম পরিচালনা করবেন। সবাই মিলে দায়িত্ব পালন করার বিষয়ে সহমত পোষণ করেছেন। পরবর্তী সাধারণ সম্পাদক কে হতে পারেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে জল্পনা চলছে, কেরলেরই কোনও নেতা ইয়েচুরির আসনে বসতে পারেন। বঙ্গ সিপিআইএম থেকে কাউকে সম্ভবত এই দায়িত্ব দেওয়া হচ্ছে না।

স্বল্প মেয়াদের জন্য নতুন সাধারণ সম্পাদক

Latest Videos

২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সিপিআইএম সাধারণ সম্পাদক পদে থাকার কথা ছিল ইয়েচুরির। তিনি প্রয়াত হওয়ায় এবার যিনিই সিপিআইএম-এর নতুন সাধারণ সম্পাদক হবেন, তিনি আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই পদে থাকবেন। এপ্রিলে তামিলনাড়ুর মাদুরাইয়ে সিপিআইএম-এর পার্টি কংগ্রেস হবে। তখন পরবর্তী ৩ বছরের জন্য নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া হবে। তবে বড় কোনও অঘটন না ঘটলে এবার যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন, তিনিই আরও ৩ বছরের জন্য এই পদে থাকবেন।

ইয়েচুরির দেহদান

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যর মতোই দেহদান করলেন ইয়েচুরি। শনিবার নয়াদিল্লি এইমস কর্তৃপক্ষের হাতে সিপিআইএম সাধারণ সম্পাদকের দেহ তুলে দেওয়া হয়। প্রয়াত নেতার সীমা চিস্তি, কন্যা অখিলা ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্যরা ছিলেন। আপাতত নয়াদিল্লি এইমসের অ্যানাটমি বিভাগে থাকছে ইয়েচুরির নশ্বর দেহ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রয়াত সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি

CPIM: এবারই শেষ! আর কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে নির্বাচনে লড়াই করতে পারবে না সিপিআইএম?

CPIM: বুথ স্তরে সাংগঠনিক গাফিলতিই কাল, দাবি সিপিআইএম-এর রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনের প্রতিবেদনে

Share this article
click me!

Latest Videos

বোস্টনের রাজপথে আরজি কর কাণ্ডের প্রতিবাদ! গানের সঙ্গে চলল আন্দোলন । RG Kar Protest
'ওই পাপিষ্ঠ মুখে দেবী দুর্গার নাম উচ্চারণ করবেন না' মমতাকে বেলাগাম আক্রমণ দেবশ্রী চৌধুরীর | R G Kar
'রাজ্যের সব রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম' বড় ঘোষণা মমতার | Mamata Banerjee | RG Kar Protest |
'মুখ্যমন্ত্রী নয়, দিদি হিসাবে এসেছি' হঠাৎ জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির Mamata Banerjee
সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতা কালীঘাটে! কি বললেন ডাক্তাররা, দেখুন | RG Kar Doctors Protest |