প্রয়াত শ্বশুরের আসনে প্রার্থী বৌমা, ডিম্পল যাদবকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে সমাজবাদী পার্টি

ডিম্পল যাদবকেই মইনপুরী কেন্দ্রের প্রার্থী করেছে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশে এবার সম্মানের লড়াই ডিম্পলের রাছে। আগামী ৫ ডিসেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

প্রয়াত শ্বশুরের আসনে প্রার্থী হচ্ছেন বৌমা। উত্তর প্রদেশের মইনপুরী কেন্দ্রের উপনির্বাচনের জন্য বৃহস্পতিবার প্রার্থীর নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। আর মইনপুরী কেন্দ্রের প্রার্থী করা হচ্ছে অখিশ যাদবের স্ত্রী তথা প্রয়াত মুলায়ম সিং যাদবের পুত্রবধূ ডিম্পল যাদবকে।

মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরই ফাঁকা হয়ে গিয়েছিল মইনপুরী কেন্দ্রটি। এই কেন্দ্রে নির্বাচন হবে আগামী ৫ ডিসেম্বর। এবার ভোট যুদ্ধ লড়াই করবেন ডিম্পল। সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডেলে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ডিম্পল উত্তর প্রদেশের রাজনীতিতে পরিচিত মুখ। এর আগেই তিনি সংসদীয় রাজনীতিতে ছিলেন। অখিলেশ যাদব থেকে শুরু করে মুলায়ম সিং যাদবের মিছিল আর মিটিংএ তিনি সর্বদাই সামনের সারিতে থাকতেন। শেষ নির্বাচন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মুলায়ম সিং যাদব ৯৪ হাজার ভোটে জিতেছিলেন। হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে।

Latest Videos

মইনপুরী কেন্দ্রটি বরাবরই সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকে মুলায়ম সিং যাদব ১৯৯৬ সালে সাংসদ হয়েছিল। তারপর আরও তিনবার ২০০৪, ২০০৯,২০১৯ সালে জয়ী হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিল তেজ প্রতার যাবদ, মুলায়মের ছোট ছেলে।

ডিম্পল যাদবের জন্ম হয়েছিল পুনেতে। তিনি ভারতীয় সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল রামচন্দ্র সিং রাওয়াত ও চম্পা রাওয়াতের তৃতীয় সন্তান। তাঁদের পরিবারের হিমাচাল প্রদেশের মূল বাসিন্দা। মূলত আর্মি পাবলিক স্কুল থেকেই পড়াশুনা ডিম্পল যাদবের। প্রথমে পুনে তারপর আন্দামান নিকোবর দ্বীপুঞ্জ থেকে পড়াশুনা করেন। স্নাতক হন লক্ষ্নৌ বিশ্ববিদ্যালয় থেকে। দুই পরিবারের অমতে গিয়েই মাত্র ২১ বছর বয়সে ডিম্পল বিয়ে করেন অখিলেশকে। অখিলেশের পরিবারই মূলত আপত্তি জানিয়েছিল। যাইহোক অখিলেশের ঠাকুমা মূর্তি দেবীর উদ্যোগে বিয়ে হয়েছিল ডিম্পলের। তিন সন্তানের জননী ডিম্পল।

ফিরোজাবাদ লোকসভা কেন্দ্রে থেকে ২০০৯ সালের উপনির্বাচনে রাজ বব্বরকে হারিয়ে তিনি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। তিনি উত্তর প্রদেশ বিধানসভারও সদস্য ছিলেন। যাইহোক এখন প্রশ্ন দীর্ঘ দিনের সমাজবাদী পার্টির গড় হিসেবে পরিচিক মইনপুরী আসনটি ডিম্পল ধরে রাখতে পারবেন। কারণ কারণ মইনপুরী কিন্তু অখিলেশ যাদবদের আদি বাসস্থান হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ

নদিয়ায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাস উৎসব নিয়ে দিলেন বড় বার্তা

গুজরাটে বিজেপির বড় চমক, প্রার্থী হচ্ছেন রবীন্দ্র জাদেজার স্ত্রী আর দলবদলু হার্দিক প্যাটেল

কাশীবিশ্বনাথের জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়,বেঞ্চ গঠন করে শুনানি আগামিকাল

 

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM