সংক্ষিপ্ত
বিজেপির প্রার্থী তালিকায় বড় চমক রবীন্দ্র জাদেজার স্ত্রী আর হার্দিক প্যাটেল। ৩৮ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। মোবরিতে টিকিট পেয়েছেন প্রাক্তন বিধায়ক।
গুজরাট বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির। গেরুয়া শিবির প্রার্থী করল ক্রিকেটার রবীন্দ্র জাদেজা স্ত্রী রিভাবা জাদেজাকে। তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছেন। তাঁকে প্রার্থী করা হয়েছে জামনগড় কেন্দ্রে। বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিং জাদেজাকে বাদ দিয়েছে বিজেপি। প্রথম প্রার্থী তালিকায় ৩৮ জন বিধায়ককে বাদ দিয়েছে গেরুয়া শিবির।
রিভাবা জাদেজা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গত কয়েক মাস থেকে তিনি সক্রিয় রাজনীতি করেছে। এলাকায় ঘুরে ঘুরে নিজের জন্য একটি আলাদা জনসমর্থন তৈরি করেছেন। তিনি কংগ্রেস নেতা হরি সিং সোলাঙ্কির পরিবারের সদস্য। বিয়ে করেছিলেন রবীন্দ্র জাদেজাকে। রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধি। রাজপুত ভোটের লক্ষ্যেই বিজেপি তুরুপের তাস হতে পারে রিভাবা।
অন্যদিক থেকে কংগ্রেস ছেড়ে আসা হার্দিক প্যাটেলকেও কথামত প্রার্থী করেছে বিজেপি। তাঁকে প্রার্থী করা হয়েছে বিরামগ্রাম থেকে। তাঁর সঙ্গে আরও দলবদলু আরও সাত নেতাকেও প্রার্থী করেছে বিজেপি। হার্দিক প্যালেট ২০১৭ সালে নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু তিনি সেই সময় প্রার্থী হওয়ার নূন্যতম ২৫ বছর না হওয়ার জন্য তিনি প্রার্থী হতে পারেননি। তাই এবারই তিনি প্রথম ভোট যুদ্ধে সামিল হচ্ছেন। বিজেপির অনুমান প্যাটেল ভোট নিশ্চিত করতে পারবেন হার্দিক।
মোরবি- সম্প্রতি যেখানে সেতু ভেঙে পড়েছিল সেই কেন্দ্রেও বর্তমান বিধায়ককে সরিয়ে দিয়েছে বিজেপি। নিয়ে আসেছে আগের বিধায়াককে। দলের ভাবমূর্তি স্বচ্ছে রাখতেই এই উদ্যোগ। কারণ আগের বিধায়ক সেতু দুর্ঘটনার পরেই উদ্ধারকাজ নিয়ে রীতিমত সক্রিয় ছিলেন। জলে ঝাঁপ দিয়ে অনেকেই প্রাণ বাঁচিয়েছেন।
প্রথম দফায় ৮৯টি আসনের মধ্যে ৮৪টি কেন্দ্রের প্রার্থী তালিকায় প্রকাশ করেছে বিজেপির। দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। প্রার্থী তালিকায় রয়েছে বর্তমানমুখ্যমন্ত্রীর নাম। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘাটলোদিয়া কেন্দ্রের উপনির্বাচনে লড়াই করবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি তথা দলের সিনিয়র নেতা ভূপেন্দ্র সিংহ এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন না বলেও জানিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার গুজরাট বিধানসভার জন্য প্রথম নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
১৮২ আসনের গুজরাট বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ও ৫ ডিসেম্বর। প্রথম দিনে ৮৯ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দিনে ভোট হবে ৯৩টি কেন্দ্রে। ফল প্রকাশ হবে ৮ ডিসেম্বর। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত গুজরাট বিধানসভায় এবার তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে অরবিন্দ কেরজিওয়ালের আম আদমি পার্টি। পঞ্জাবে সরকার গঠনের পর এবার কেজরিওয়াল যদি মোদীর রাজ্যে বড় সাফল্য পান তাহলে তা তাঁর দলের পক্ষে রীতিমত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। অন্যদিকে গুজরাট বিধানসভা নির্বাচন এখন বিজেপির কাছে রীতিমত চ্যালেঞ্জের। কারণ গুজরাটে এখনও বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ
গুজারেট বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ, ১০০ জনের তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর
মালদ্বীপে বিধ্বংসী আগুনের গ্রাসে ৯ ভারতীয়, আগুন নেভাতে লাগল ৪ ঘণ্টা
হিমাচলে প্রচারের শেষ দিনে কংগ্রেসের তুরুপের তাস সেই প্রিয়াঙ্কা, ৬৮ বিধানসভা একসঙ্গে ভোট প্রচার