Chhattisgarh Assembly Election: ছত্তীসগঢ়ে বিজেপি শিবিরে উচ্ছ্বাস! বেলা বাড়তেই পিছিয়ে পড়ছে কংগ্রেস

বিজেপির এগিয়ে যাওয়ার খবর নিশ্চিতভাবে প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস জমে উঠেছে গেরুয়া শিবিরে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

Sahely Sen | Published : Dec 3, 2023 7:34 AM IST

ছত্তীসগঢ় বিধানসভা নির্বাচনে (Chhattisgarh Assembly Election 2023) মোট ৯০টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস বনাম বিজেপির যুদ্ধে ২০২৩ সালের প্রথম দফার গণনা অনুযায়ী স্পষ্ট হচ্ছে যে, এবার পিছিয়ে পড়ছে হাত শিবির।

-

গণনার দিন সকাল থেকে লিড ধরে রেখেছিল কংগ্রেস। পাটান বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। লেটেস্ট আপডেট অনুযায়ী, সামান্য ব্যবধানে বিজেপির বিজয় বাঘেলকে পিছনে ফেলে দিয়েছেন ভূপেশ। তবে, অন্যান্য আসনগুলিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে পদ্ম শিবির। 

-

 বেলা ১টা পর্যন্ত সর্বশেষ ট্রেন্ডে দেখা গেছে, ছত্তীসগঢ়ে বিজেপি এগিয়ে থাকছে ৫২টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৬টি আসনে। অন্যান্যরা পেয়েছে ২টি আসন।

-

বিজেপির এগিয়ে যাওয়ার খবর নিশ্চিতভাবে প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস জমে উঠেছে গেরুয়া শিবিরে। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা রমন সিং বলছেন, “ট্রেন্ড থেকেই স্পষ্ট জনমতের সমর্থন রয়েছে বিজেপির দিকেই। মানুষের ক্ষোভ, রাগের প্রতিফলন হয়েছে ভোটে। তিন রাজ্যেই (রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশ) সরকার গঠন করবে বিজেপি।”

 

 

Share this article
click me!