সংক্ষিপ্ত
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে রাজনৈতিক জীবনে তাঁর বেড়ে ওঠা। সেই সময়কাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কীভাবে দেশের প্রধান নেতা থেকে বিশ্বের দরবারে এক অন্যতম শ্রেষ্ঠ নেতা হয়ে উঠলেন নরেন্দ্র দামোদরদাস মোদী?
বহু কল্যাণমূলক প্রকল্প চালু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩তম জন্মদিন উদযাপন করছে ভারতীয় জনতা পার্টি (BJP)। ২০১৪ সালের ২৬ মে তারিখে ভারতের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মোদী। তারপর কেটে গেছে প্রায় ৯টি বছর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে রাজনৈতিক জীবনে তাঁর বেড়ে ওঠা। আগে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। সেই সময়কাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কীভাবে দেশের প্রধান নেতা থেকে বিশ্বের দরবারে এক অন্যতম শ্রেষ্ঠ নেতা হয়ে উঠলেন নরেন্দ্র দামোদরদাস মোদী? জেনে নিন তাঁর সম্পর্কে অবাক করা কিছু তথ্য।
ব্রিটিশ ঔপনিবেশিকদের হাত থেকে ভারত স্বাধীনতা পাওয়ার পর জন্ম নিয়েছিলেন নরেন্দ্র মোদী। তিনিই স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী।
শৈশবে নরেন্দ্র মোদী নিজের বাবাকে রেলস্টেশনে চায়ের দোকানের কাজে সাহায্য করতেন।
স্কুলের দিনগুলোতে সক্রিয়ভাবে নাটকের অভিনয় অংশগ্রহণ করতেন।
১৯৮৫ সালে পূর্ণকালীন আরএসএস কর্মী হয়ে যোগ দিয়েছিলেন। মাত্র আট বছর বয়স থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি।
১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরী অবস্থার সময়ে নিজের গ্রেফতারি এড়ানোর জন্য শিখের পোশাক পরেছিলেন নরেন্দ্র মোদী।
নরেন্দ্র মোদী যখন ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন, তখন তিনি রাজ্যের আইনসভার সদস্য ছিলেন না।
ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদীই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যাঁকে পরবর্তী সরকারে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে দেখা গিয়েছে।
২০১৮ সালে, ফোর্বস ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় নরেন্দ্র মোদী ৯ তম স্থানে ছিলেন।
কাজের প্রতি খুব আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারাদিনে তিনি খুবই কম ঘুমোন।
যোগব্যায়াম অনুশীলন তাঁকে সারা দিনের কাজ করার শক্তি জোগায়, একথা একাধিকবার প্রকাশ্যে জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-
হকার বনাম রেল পুলিশ! শনিবার হাওড়া স্টেশন চত্বরে একেবারে যুদ্ধ-পরিস্থিতি
ভয়ঙ্কর ঘটনা! ট্রেডমিলের ওপর হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল ১৯ বছরের যুবক, চোখের নিমেষে মর্মান্তিক মৃত্যু
আধার কার্ডে দেওয়া আঙুলের ছাপ নকল করেই লক্ষ লক্ষ গায়েব করে দিতে পারে প্রতারকরা, অবশ্যই মাথায় রাখুন ৯টি ধাপ