Howrah Digha Train: পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থায় আসতে চলেছে যুগান্তকারী পরিবর্তন। চালু হবে হাওড়া থেকে দীঘা পর্যন্ত 'নামো ভারত র্যাপিড' রেল পরিষেবা
Howrah Digha Train: এবার পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। চালু হবে হাওড়া থেকে দীঘা পর্যন্ত 'নামো ভারত র্যাপিড' রেল পরিষেবা, যা রাজ্যের পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিক খুলে দেবে (West Bengal News)।
জানা গিয়েছে, এই র্যাপিড রেল পরিষেবা (Rapid Rail Service) হাওড়া থেকে শুরু হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত হবে। মোট ১৩টি স্টেশনে থামবে এই ট্রেন, যার মধ্যে রয়েছে সাঁতরাগাছি, ঘাটাল, তমলুক, কাঁথি, এগরা ও দীঘা। এই রুটের মাধ্যমে দক্ষিণ-পূর্বাঞ্চলের বহু জেলা সরাসরি সংযুক্ত হবে, যার ফলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা বিশেষ সুবিধা পাবেন।
উল্লেখ্য, নামো ভারত র্যাপিড রেলের ভাড়া সাধারণ যাত্রীদের জন্য প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে নির্ধারিত হতে পারে। তবে প্রথম শ্রেণির ভাড়া তুলনাই কিছুটা বেশি হবে। একই সঙ্গে হাওড়া থেকে দীঘা পৌঁছাতে সময় লাগবে প্রায় ২.৫ থেকে ৩ ঘণ্টা, যা বর্তমানে লোকাল ট্রেনের তুলনায় অনেটাইক কম সময়।
প্রসঙ্গত, এই র্যাপিড রেল পরিষেবায় থাকবে আধুনিক প্রযুক্তির ট্রেন, যা উচ্চ গতিতে চলবে। এছাড়াও যাত্রীদের জন্য থাকবে উন্নতমানের বসার ব্যবস্থা, ওয়াই-ফাই, ইনফোটেইনমেন্ট সিস্টেম ও উন্নত সুরক্ষা ব্যবস্থা। শুধু এখানেই শেষ নয়, এসবের পাশাপাশি প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকবে বিশেষ সুবিধা।
বলাই বাহুল্য, পশ্চিমবঙ্গের এই অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতে নতুন র্যাপিড রেল পরিষেবা চালু হলে কলকাতা ও আশেপাশের জেলা থেকে দীঘায় যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়ে উঠবে। যা পর্যটন শিল্পকে নতুন মাত্রা দেবে।
এছাড়াও, স্থানীয় ব্যবসা ও হোটেল শিল্পের উন্নয়ন ঘটবে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। সরকার ইতিমধ্যেই এই বিষয়গুলিতে কাজ শুরু করেছে এবং আশা করা যায়, আগামী কয়েক বছরের মধ্যে এই র্যাপিড রেল পরিষেবা চালু হয়ে যাবে।
অন্যদিকে, এবার সেই বন্দে-ভারত এক্সপ্রেসের (Vande Bharat Sleeper Train) স্লিপার কোচগুলির মাধ্যমে দেশের রুটগুলিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। তার মধ্যে রয়েছে দিল্লী এবং হাওড়া। একটি রিপোর্ট অনুযায়ী, রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পর, শিয়ালদহ-দিল্লী বন্দে-ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেনটি যুক্ত করা হতে পারে (vande bharat sleeper train booking)।
জানা যাচ্ছে, শিয়ালদহ থেকে নয়াদিল্লী পর্যন্ত, বন্দে-ভারত স্লিপার ট্রেনটি প্রায় ১৫ ঘন্টার মধ্যেই ১৪৫৫ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। শিয়ালদহ থেকে নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটি আসানসোল জংশন, ধানবাদ জংশন, গয়া জংশন, ডিডি উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রালের মধ্য দিয়ে যাবে বলে জানা গেছে (vande bharat sleeper coach)।
সেইসঙ্গে, শিয়ালদহ-নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। এসি 3-Tier কোচের জন্য টিকিটের দাম হবে ৩২০০ টাকা, এসি 2-Tier কোচের জন্য খরচ করতে হবে প্রায় ৪২০০ টাকা। অন্যদিকে, ফার্স্ট ক্লাস কোচে টিকিটের দাম ৫৩০০ টাকা (vande bharat express news today live)।
ট্রেন ছাড়বে কখন?
শিয়ালদহ-নয়াদিল্লী বন্দে-ভারত স্লিপার ট্রেনটি সম্ভবত শিয়ালদহ থেকে ছাড়বে বিকেল ৪টের সময়। যা দিল্লী পৌঁছবে পরদিন সকাল ৭টায়। আবার দিল্লী থেকে সেটি ছাড়বে বিকেল ৪টেয় এবং শিয়ালদহ এসে সেটি পৌঁছবে পরদিন সকাল ৭টায়। অর্থাৎ, রেলযাত্রীদের জন্য যা নিঃসন্দেহে বড় খবর। এবার বন্দে-ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে দেশের একাধিক রুটকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। তার মধ্যে রয়েছে দিল্লী এবং হাওড়া দুটিই। একটি রিপোর্ট অনুযায়ী, রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসের পর, শিয়ালদহ-দিল্লী বন্দে-ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেনটি যুক্ত করা হতে পারে (vande bharat sleeper coach booking)।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


