Manipur Issue: 'আমাদের যে নামে ইচ্ছে ডাকুন', বিরোধীদের জঙ্গির সঙ্গে তুলনা করার পরই রাহুলের আক্রমণ মোদীকে

Published : Jul 25, 2023, 03:47 PM ISTUpdated : Jul 25, 2023, 04:09 PM IST
rahul gandhi pm modi

সংক্ষিপ্ত

রাহুল গান্ধী বলেন, আপনার যেমন খুশি সেই নামেই আপনি আমাদের ডাকতে পারেন, মিস্টার মোদী। আমরা ভারত। আমরা মণিপুরকে সুস্থ করতে চাই। 

মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ। বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির দাবিতে অনড়। এই অবস্থায় বিজেপির সংসদীয় দলের বৈঠকেই বিরোধীদের জোট 'ইন্ডিয়া'কে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই আক্রমণের জবাব দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর মন্তব্যের কিছুক্ষণ পরেই রাহুল গান্ধী মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করেন।

টুইটারে রাহুল গান্ধী বলেন, 'আপনার যেমন খুশি সেই নামেই আপনি আমাদের ডাকতে পারেন, মিস্টার মোদী। আমরা ভারত। আমরা মণিপুরকে সুস্থ করতে চাই। প্রতিটি মহিলা আর শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা সেই রাজ্যের সমস্ত মানুষের ভালবাসা আর শান্তি ফিরিয়ে আনব। ' রাহুল গান্ধী এখানেই শেষ করেননি। তিনি শেষ লাইনে লিখেছে, 'আমরা মণিপুরে ভারতের ধারনা ফিরিয়ে আনব।' বেঙ্গালুরুতে বিরোধীদের জোট গঠন হওয়ার পর থেকেই রাহুল গান্ধী বলেছিলেন, বর্তমানে ভারতের আদর্শ নষ্ট হয়ে যাচ্ছে। ভারতের আদর্শ ফিরিয়ে আনাই তাদের জোটের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জঙ্গি সংগঠন বা ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বিরোধীদের জোট ইন্ডিয়ার তুলনা করছে, তখন রাহুল অত্যান্ত শালীনভাবে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি মূলত জোটের আদর্শের কথাই মনে করিয়ে দিয়েছিলেন।

 

 

রাহুল গান্ধীর এই মন্তব্যের আগেই প্রধানমন্ত্রী বিজেপির সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের নিশানা করে বলেন, ভারত নামের জন্য বিরোধীদের প্রশংসা করা হচ্ছে। কিন্তু ইষ্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ানন মুজাহিদিন, পপুলার ফ্রান্ট অব ইন্ডিয়া- এই নামগুলোর সঙ্গেও ইন্ডিয়া রয়েছে। শুধুমাত্র ইন্ডিয়া নাম থাকলে কিছু যায় আসে না। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এই বার্তা দিয়েছেন। যদিও কংগ্রেস নেতা মোদীর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, বিরোধীরা যখন মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তখন প্রধানমন্ত্রী সেই দিক থেকে নজর ঘোরাতে বিরোধীদের নিশানা করছেন।

মোদী পদবী মামলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। বর্তমানে তিনি আর সংসদের অংশ নন। কিন্তু এদিন মোদীর বিরোধীদের আক্রমণের জবাবে রাহুল গান্ধী কড়া সমালোচনা করেন সংসদের বাইরে থেকেই। তিনি আগেও মণিপুর ইস্যুতে সরব হয়েছিল। হিংসায় বিধ্বস্ত মণিপুর সফরও করেছিলেন। সেই সময়ও রাহুল গান্ধী অত্যান্ত শালীনতার সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিংসা বন্ধ করতে বিধ্বস্ত মণিপুর সফরে যেতে অনুরোধ করেছিলেন। তিনি মণিপুরের হিংসা থামাতে প্রধানমন্ত্রীকে সক্রিয় ভূমিকা গ্রহণ করতেও আবেদন জানিয়েছিলেন। কিন্তু মণিপুরে মহিলা নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানন্ত্রী মণিপুর ইস্যুতে মন্তব্য করেছিলেন। আর কোনও কথাই বলেননি ভয়ঙ্কর হিংসা নিয়ে।

আরও পড়ুনঃ

সিঙ্গাপুরে বসে সরকার ফেলার চক্রান্ত হচ্ছে, নাম না করে বিরোধীদের টার্গেট ডিকে শিবকুমারের

Manipur Violence: মণিপুরের হিংসা বন্ধ করতে কুকি-মেইতিদের মধ্যে সুসম্পর্কের প্রয়োজন: পল্লব ভট্টাচার্য

India Alliance: বিরোধী জোটের ‘ইন্ডিয়া’ নামকেও কটাক্ষ, জঙ্গি সংগঠনের প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের
গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত