ভারতে ভয় ধরাচ্ছে করোনার এক্সবিবি.১.১.১৬ ভ্যারিয়েন্ট, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ৬ হাজার

নতুন ভ্যারিয়েন্টের দ্বারা সর্দি ও কাশিতে রোগীরা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছেন। তাঁদের মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিন্ড ও যকৃতে ব্যাপক প্রভাব পড়ছে।

চলতি বছরের শুরু থেকেই ভারতে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই বিপজ্জনক পরিস্থিতির মূল কারণ হল করোনার নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এই ব্যাপক বৃদ্ধির মূলে রয়েছে নতুন কোভিড ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১.১৬ (COVID XBB.1.16 Variant)।

রিপোর্ট অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। বর্তমানে সংক্রমণের হার বেড়ে হয়েছে ২৬.৫৪ শতাংশ। এদের মধ্যে ৯৮ শতাংশ মানুষের শারীরিক পরীক্ষার নমুনাতেই করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১.১৬ পাওয়া গিয়েছে। আইএলবিএস হাসপাতালের ডিরেক্টর তথা চিকিৎসক এসকে সারিনের মতে, এই ভ্যারিয়েন্টের কারণে হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে। এটি প্রাণঘাতী না হলেও খুব দ্রুত সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে। ফলে, মানুষের মৃত্যুর হার কম হলেও সর্দি ও কাশিতে রোগীরা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ছেন। তাঁদের মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিন্ড ও যকৃতে ব্যাপক প্রভাব পড়ছে।

Latest Videos

যদিও, চিকিৎসকদের মতে, এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনই খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। তবে, যেসব রোগীদের কো-মর্ডিবিটি রয়েছে এবং যাঁদের ওজন অত্যাধিক বেশি, তাঁদের সংক্রমণ নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। যেসব মানুষ এখনও পর্যন্ত কোভিডের বুস্টার ডোজ় নেননি, তাঁদের বুস্টার ডোজ় নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-
অনুব্রতর গড়ে এবার ভিত মজবুত করছে বামফ্রন্ট, বীরভূমে তৃণমূলের বুথ সভাপতি-সহ ৬০০ জন কর্মীর সিপিএমে দলবদল
বৃহস্পতিবার বৃদ্ধির পর শুক্রবার ফের কমে গেল সোনার দাম, এপ্রিল মাসেও অব্যাহত হলুদ ধাতুর দরের ওঠাপড়া
অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ আবদুল লতিফ কতটা সক্রিয় ছিলেন গরু পাচারকাণ্ডে? জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল ইডি

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari