সরকারি কর্মীদের জন্য সুখবর! জুলাইয়ে ঘোষিত DA-র সঙ্গেই ঢুকতে পারে এই মোটা অঙ্কের টাকা

সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! জুলাইয়ে ঘোষিত ডিএ-র সঙ্গেই ঢুকতে পারে এই মোটা অঙ্কের টাকা

Anulekha Kar | Published : Jul 11, 2024 7:07 AM IST / Updated: Jul 11 2024, 03:46 PM IST

বকেয়া রয়েছে ১৮ মাসের ডিএ। কোভিড ১৯-এর কারণে এই টাকা পায়নি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এই নিয়ে সরব হয়ে ইতিমধ্যেই চিঠি পাঠান হয়েছে প্রধানমন্ত্রীকে। এর মধ্যে ফের টাকা । ২০২৪ সালে ১ জানিুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ৮ শাতংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। এরপর কর্মী ও পেনশনভোগীদের প্রায় ৫০ শতাংশ ছুঁয়েছে ডিএ।

তবে ফের আরও একবার বাড়তে চলেছে ডিএ। খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভাতা বাড়তে চলেছে। মুদ্রাস্ফীতির কারণে ৪ থেকে ৫ শতাংশ ডিয়ে বৃদ্ধি পেতে পারে বলে আশা করা যাচ্ছে। তবে ১৮ মাসের বকেয়া ডিএ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী মোদীকে লেখা প্রস্তাবে ন্যাশনাল কাউন্সিলের কপিল মিশ্র সরকারী কর্মীদের বেশ কিছু সমস্যার দিকে দৃষ্টি নিক্ষেপ করার আবেদন করেছেন।

Latest Videos

১৮ মাসের বকেয়া টাকা মেটাতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ভারতীয় প্রতিক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং।

তবে জুলাইয়ের ডিয়ে পেলেও ফের কবে ১৮ মাসের বকেয়া ডিএ পাওয়া যাবে তা এখনও স্পষ্টভাবে জানান হয়নি কেন্দ্রের তরফে।

Share this article
click me!

Latest Videos

'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
Suvendu Adhikari Live : কি ফাঁস হতে চলেছে! সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, সরাসরি
ভয়ঙ্কর অবস্থা! নদী বাঁধে বিশাল ধস, মাথায় হাত! গোসাবায় চরম আতঙ্ক ঘরে ঘরে | Gosaba News Today
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |