দুর্দান্ত খবর, সরকারের এক সিদ্ধান্তে পুজোর আগেই মোটা টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে!

আর মাসখানেকের অপেক্ষা। তারপরেই দুর্গাপুজো। এই উৎসবের আবহে যদি চাকরিজীবীদের হাতে বাড়তি টাকা আসে, তাহলে তো আর কথাই নেই। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সামনেই আসছে দুর্দান্ত খবর। কেন্দ্রীয় সরকারের একটি সিদ্ধান্তের ফলে বদলে যেতে পারে তাদের ভাগ্য।

Parna Sengupta | Published : Sep 2, 2024 10:28 AM IST
111

অক্টোবরে পুজো এবং এই পুজোর আগেই সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীরা এক দুর্দান্ত খবর পেতে চলেছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক বড় ঘোষণা করেছে। আগামী মাসেই বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স (Increase DA)।

211

এছাড়াও যারা পেনশনভোগী আছেন তাদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়তে চলেছে। সূত্র মারফত জানা গেছে যে, সেপ্টেম্বরেই ডিএ-ডিআর বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার।

311

যদি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি (Increase DA) করে তাহলে পুজোর আগেই বাড়তি পাওয়া হবে কেন্দ্রীয় সরকারী কর্মীদের।

411

এর আগেও কেন্দ্র ডিএ বৃদ্ধি করেছে। আগামী মাসে আবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে।

511

তাহলে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হলে, কেন্দ্রের ডিএ বেড়ে ৫৩ শতাংশ হবে।

611

দেশে করোনা চলাকালীন কোনরকম ডিএ বৃদ্ধি (Increase DA) করা হয়নি সরকারি কর্মীদের।

711

তখন থেকে ডিএ-ডিআর বাকি ছিল, ফলে কেন্দ্রীয় সরকার একসঙ্গে ১৮ মাসের এরিয়ার দেবে।

811

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ণয় করা হয়। গত ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

911

এই কারণেই ডিএ ৫০.২৮ শতাংশ থেকে বেড়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি।

1011

গত বছর ২০২৩ সালের ১৮ অক্টোবর কেন্দ্রীয় সরকার শেষবারের মতো ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এই ডিএ জুলাই মাসে বৃদ্ধি করেছিল।

1111

পুজোর আগে যদি বেশি টাকা অ্যাকাউন্টে ঢোকে তাহলে সোনায় সোহাগা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos