নভেম্বরের শেষে ঢুকবে ৫ মাসের বকেয়া ডিএ! সপ্তাহ শুরুতেই ধামাকা রাজ্য সরকারি কর্মীদের জন্য!

কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর রাজ্যও (State Government) সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় এবারে নাম লেখালো এই রাজ্য। দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। জানুন আপডেট।

Parna Sengupta | Published : Nov 24, 2024 6:11 PM IST
110

কেন্দ্রের দেখানো পথে একের পর এক রাজ্য। গত মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে মোদী সরকার। ৫০ শতাংশ থেকে বাড়িয়ে মহার্ঘ ভাতা ৫৩ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার।

210

এদিকে কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোর পর থেকে একের পর রাজ্যও সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় এবারে নাম লেখাল এই রাজ্য সরকার।

310

কেন্দ্রের মতো রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন। পাশাপাশি সরকারি মদত প্রাপ্ত স্কুলগুলির শিক্ষক এবং অশিক্ষক কর্মীরাও এবার থেকে ওই সমহারেই ডিএ পাবেন।

410

সরকার তরফে জানানো হয়েছে এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১ জুলাই থেকে। অর্থাৎ এরিয়ারও পাচ্ছেন সরকারি কর্মীরা।

510

সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতর জানিয়েছে নভেম্বর মাসের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বকেয়া যে মহার্ঘ ভাতা আছে তাও পাবেন।

610

এই ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে সরকারের বাড়তি ৯ থেকে ১০ কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে।

710

একদিকে যখন কেন্দ্রের পাশাপাশি একের পর এক রাজ্যও নিজের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করছে সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪% হারে ডিএ পাচ্ছেন।

810

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন তারা। তবে কোনো সুরাহা হয়নি। আইনি পথেও আটকে রয়েছে সেই লড়াই।

910

প্রসঙ্গত, বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলা হাইকোর্ট পেরিয়ে বর্তমানে চলছে সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি।

1010

এরপর এই ডিএ মামলার শুনানি রয়েছে একেবারে আগামী বছর শুরুতে। তার আগে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির পথে হাঁটে কিনা সেই দিকেও নজর রয়েছে সকলের। তবে গোয়া সরকারের সিদ্ধান্তে আশায় বুক বাঁধছেন বাংলার সরকারি কর্মীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos