News Round Up: আজকের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইনস এক নজরে, দেখে নিন নিউজ রাউন্ড আপ

Published : Aug 18, 2025, 06:28 PM IST
Round Up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

1. দক্ষিণী রাজনীতিতে জোর গেরুয়া শিবিরের, NDA -র তরফে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা করা হল। মঙ্গলবার নয়, তার আগেই ঘোষণা হয়ে গেল ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম। এনডিএ দলের তরফে ভারতের পরবর্তী উপ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে চন্দ্রপূরম পন্নুসামি রাধাকৃষ্ণন।

দক্ষিণী রাজনীতিতে জোর গেরুয়া শিবিরের, NDA -র তরফে উপ রাষ্ট্রপতি পদ প্রার্থীর নাম ঘোষণা, রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

2. 'ফাঁকা কলসির আওয়াজ বেশি'। বাংলায় এই প্রবাদ বাক্যটি যেন অক্ষরে অক্ষরে মেলে পাকিস্তানের সঙ্গে। কারণ, মুখে যতই তর্জন-গর্জন করুক না কেন, আদতে ভারতের ভয়ে চুপসে থাকে ইসলামাবাদ। সাম্প্রতিক একটি স্যাটেলাইট চিত্রে তেমনই ছবি উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে যে, গত মে মাসের ৬-৭ তারিখ নাগাদ ভারতের 'অপারেশ সিঁদুর' অভিযান চলাকালীন করাচির বন্দর ছেঁড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী।

ভারতের ভয়ে সদা তটস্থ পাকিস্তান! অপারেশন সিঁদুরের সময় বন্দর ছেড়ে পালিয়েছিল পাক নৌবাহিনী, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র

৩. ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগে তুলে এর আগে বহুবার সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পরিযায়ী শ্রমিকদের জন্য নিলেন বিশেষ উদ্যোগ। যার ফলে উপকৃত হবেন ভিনরাজ্য থেকে ফেরত আসা বাঙালি শ্রমিকরা। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালুর কথা ঘোষণা করলেন তিনি। যারফলে উপকৃত হবেন ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী বাঙালি শ্রমিকরা।

ভিনরাজ্যে বাঙালি হেনস্থায় ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী, পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে ঘোষণা নতুন প্রকল্পের

৪. বিএলএ ইস্যুতে ফের আদালতে রাজ্য। জানা গিয়েছে ভোটের এত আগে জাতীয় নির্বাচন কমিশন কেন নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়ে বুথ লেভেল এজেন্টদের নাম চাইছে? নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। শুধু তাই নয়, তাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। যদিও সোমবারই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেয় আদালত। তবে চলতি সপ্তাহেই হতে পারে মামলার পরবর্তী শুনানি।

নির্বাচনের এক বছর আগেই কমিশনের তথ্য তলব, 'বিএলএ' ইস্যুতে আদালতে মামলা তৃণমূলের

5. ডার্বি জয় ইস্টবেঙ্গলের। খুব স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থক থেকে কর্তা, সবাই। বিশেষ করে শেষ কয়েকটি মরশুম ধরে যেভাবে মোহনবাগানের কাছে পর্যদুস্ত হচ্ছিল ইস্টবেঙ্গল, সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণ শক্তির মোহনবাগানকে ডার্বি ম্যাচে হারিয়ে জয় ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। তাও আবার ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। এক্ষেত্রে লাল হলুদ কোচ অস্কার ব্রুজোর পরিকল্পনার প্রশংসা করতেই হয়। আর সেইজন্যই মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল।

Kolkata Derby Durand Cup: "সময়মতো আবার জবাব দেবো", ডার্বি জিতেই মেজাজে ময়দানের 'নীতুদা' দেবব্রত সরকার

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!