জেলের মধ্যে সুপারিনটেনডেন্টকে দিয়ে পদসেবা, আপ নেতা সত্যেন্দ্র জৈনের কাণ্ড দেখে তীব্র কটাক্ষ বিজেপির

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিনের পর দিন নিজের সেলের অভ্যন্তরে নরম বালিশে শুয়ে জেলের সুপারিনটেনডেন্টকে দিয়ে নিজের গা-হাত-পা টেপাচ্ছেন জেলবন্দি নেতা।

২০১৭ সালের অগাস্ট মাসে দুর্নীতি প্রতিরোধ আইনের অধীনে সিবিআই-এর দায়ের করা একটি মামলার ভিত্তিতে ২০২২ সালে আপ পার্টির নেতা তথা দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে মে মাসের ৩০ তারিখে গ্রেফতার করেছিল ইডি। এই মামলায় বারবার তাঁর জামিন খারিজ করে দিয়েছে বিশেষ আদালত। গত ১২ জুন থেকে জেলবন্দি হয়ে রয়েছেন সত্যেন্দ্র। জেলের ভেতরে কেমন আছেন তিনি? সেই প্রসঙ্গে ধরা পড়ল একটি চাঞ্চল্যকর ভিডিও।

দিল্লির তিহার জেলের অন্দরে বন্দি রয়েছেন কেজরিওয়াল-ঘনিষ্ঠ দিল্লির প্রাক্তন গৃহমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সম্প্রতি ওই জেলের অভ্যন্তরের জে০৭ নম্বরের ৫ নম্বর ওয়ার্ডের এ ব্লকের অন্তর্গত ১ নম্বর কক্ষের কয়েকটি বিশেষ ভিডিও ক্লিপ একত্রে হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দিনের পর দিন নিজের সেলের অভ্যন্তরে নরম বালিশে শুয়ে জেলের সুপারিনটেনডেন্টকে দিয়ে নিজের গা-হাত-পা টেপাচ্ছেন জেলবন্দি নেতা। শুধু তাইই নয়, ওই কর্মীর গায়ে পা তুলে দিয়ে তাঁকে দিয়ে তেল মালিশও করাচ্ছেন তিনি। মাঝে মাঝে তাঁকে জেলের অভ্যন্তরে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের সঙ্গে খোশগল্পও করতে দেখা গেছে। সেই সময়ও পা টেপা জারি ছিল বলেই জানাচ্ছে ওই ভিডিও।


 

Latest Videos

চলতি সপ্তাহের শুরুতে এনফর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা জানিয়েছিলেন যে, অজিত কুমার নামে তিহার জেলে কর্মরত একজন সুপারিনটেনডেন্টকে বরখাস্ত করা হয়েছে, কারণ তিনি জেলের নিয়ম ভেঙেছিলেন এবং আপ নেতা জৈনকে বিশেষ সুবিধা দিয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির একটি আদালতকে এও বলেছিল যে, তিনি জেলে নিজের ক্ষমতার অপব্যবহার করছেন এবং তাঁকে তাজা কাটা ফল এবং মালিশ করার সুবিধা দেওয়া হচ্ছে। সত্যেন্দ্র জৈন নিজের সেলের ভিতরে অজ্ঞাত ব্যক্তিদের সাথে আলোচনা করেছিলেন বলেও অভিযোগ জানিয়েছে ইডি। যদিও সেই অভিযোগ অস্বীকার করে জৈনের আইনজীবী রাহুল মেহরা আদালতকে বলেছিলেন, “একটি জেল ম্যানুয়াল রয়েছে যা যা করা যায় এবং যা যা করা যায় না, সেই সম্পর্কে। ধরা যাক আমি কিছু লঙ্ঘন করেছি। জেল ম্যানুয়ালের মাধ্যমে সেই বিষয়গুলিকে মোকাবিলা করার উপায় রয়েছে।"


 

এবার সেই কক্ষের ভিডিও ভাইরাল হয়ে পড়ায় ইডির অভিযোগ অস্বীকার করার জায়গা রইল না জৈন-পক্ষের আইনজীবীর। অন্যদিকে আপ সরকারের নেতার এই কাণ্ড দেখে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ভিডিওটি টুইট করে লিখেছেন, ‘তিহার জেলকে মেসেজ পার্লারে পরিণত করেছেন অরবিন্দ কেজরিওয়াল’। অমিত মালব্যর আরও দাবি, ‘আপের জেলে থাকা মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পা মালিশ চলছে ৷ এটা জেলের নিয়ম লঙ্ঘন করছে ৷ তিনি এটা করতে পারছেন কারণ, সত্যেন্দ্র জৈন দিল্লির মুখ্যমন্ত্রীর কাছের মানুষ ৷ দিল্লি সরকারই তিহার জেলকে পরিচালনা করে।’

 

 

আরও পড়ুন-
নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ফোন মুখ্যমন্ত্রীর, সৌজন্য বিনিময়ে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্র এবং রাজ্যের মাঝে আমি হব রামধনু সেতু: বঙ্গের দায়িত্ব পেয়েই আশ্বাস নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের
সিট-এর প্রধান হিসাবে দেওয়া হয়েছিল ৩টি নাম, আইপিএস অশ্বিন শেনভিকে বেছে নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury