Delhi: যমজ মেয়ে হওয়ায় রাগ, মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে মেরে পুঁতে দিল পাষণ্ড বাবা!

Published : Jun 24, 2024, 06:56 PM ISTUpdated : Jun 24, 2024, 07:10 PM IST
crime

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'বেটি বাঁচাও, বেটি পড়াও', 'বিকশিত ভারত'-এর কথা বলছেন। কিন্তু ভারতের রাজধানীতেই এখনও অনেক পরিবারই কন্যাসন্তান মেনে নিতে নারাজ। কন্যাভ্রুণ বা কন্যাসন্তানকে হত্যার ঘটনা এখনও দেখা যাচ্ছে।

কন্যাভ্রুণ হত্যা করতে পারেনি। বোধহয় কন্যাসন্তানদের জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করতে পারেনি। যজম কন্যাসন্তানের জন্মের পর রাগে ফেটে পড়ে বাবা। সে তখন থেকেই পরিকল্পনা করে, যমজ মেয়েদের বাঁচতে দেওয়া যাবে। পরিবারের কয়েকজন সদস্যেরও একই মত ছিল। হাসপাতাল থকে স্ত্রী ও মেয়েদের ছুটি পাওয়ার অপেক্ষায় ছিল এই ব্যক্তি। ছুটির পরেই স্ত্রীর কাছ থেকে কেড়ে নিয়ে মেয়েদের মারার পর মাটিতে পুঁতে দিল এই পাষণ্ড বাবা। কন্যাসন্তান খুনের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই এরকম ঘৃণ্য মানসিকতার নিন্দা করছেন।

পণের দাবিতে অত্যাচারেরও অভিযোগ

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে নীরজ সোলাঙ্কির সঙ্গে পূজা সোলাঙ্কির বিয়ে হয়। পূজার অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে তাঁর উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন। মে মাসের শেষদিকে যমজ কন্যাসন্তানের জন্ম দেন পূজা। ১ জুন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি সন্তানদের নিয়ে রোহতকে বাপের বাড়িতে যেতে চান। কিন্তু স্ত্রীর কাছ থেকে সন্তানদের কেড়ে নেন নীরজ। তিনি নিজের গাড়িতে সন্তানদের নিয়ে পূজাকে অন্য গাড়িতে যেতে বলেন। রোহতক যাওয়ার পথ ধরেন তাঁরা। কিন্তু মাঝপথে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেন নীরজ। তাঁকে ফোন করেন পূজার ভাই। কিন্তু ফোন ধরেননি নীরজ। পরে পূজার ভাই আবিষ্কার করেন, নীরজের পরিবারের লোকজন কন্যাসন্তানদের মাটিতে পুঁতে দিয়েছে। এরপরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হন।

তদন্ত শুরু পুলিশের

আদালতের নির্দেশে মাটি খুঁড়ে কন্যাসন্তানদের দেহ উদ্ধার করেছে পুলিশ। সঞ্জয় গান্ধী হাসপাতালে মৃত শিশুদের ময়নাতদন্ত করা হয়েছে। পূজার শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। তাঁর স্বামী পলাতক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Uttar Pradesh: মাকে গুলি, স্ত্রীকে হাতুড়ির বাড়ি, ৩ সন্তানকে ছাদ থেকে ফেলে খুন করে আত্মহত্যা

Pakistan: খাওয়াতে পারছিল না, স্ত্রী, ৭ সন্তানকে খুন পাকিস্তানি যুবকের

কন্যাসন্তানের জন্ম দেওয়া থেকে যৌতুকে ফরচুনার গাড়ি না পাওয়া, রাগে পুত্রবধূকে পিটিয়ে খুন শ্বশুরবাড়ির

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল