Human Trafficking: দিল্লিতে সুইস মহিলা খুনে মানব পাচারচক্রের হাত? তেমনই তথ্য হাতে আসছে পুলিশের

পুলিশ সূত্রের খবর গুরপ্রীত সিং এর বাড়ি থেকে নগদ ২ কোটি টাকা পাওয়া গেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকার সন্ধান পেয়েছে পুলিশ।

 

দিল্লিতে সুইস মহিলা খুনের পিছনে মানবপাচার চক্রের হাত রয়েছে বলে মনে করেছে পুলিশ। সেই দিকও খতিয়ে দেখছে। শুক্রবার পশ্চিম দিল্লির তিলক নগর থেকে ৩০ বছর বয়সী এক সুইস মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। নাম নিনা বার্গার। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে গুরুপ্রীত সিংকে। গুরুপ্রীত নিনাকে ভারতে ডেকে পাঠিয়েছিলেন। পুলিশের অনুমান মহিলা প্রেম ফাঁদ পেতে বা বিয়ের প্রস্তাব দিয়ে গুরুপ্রীত সিং ডেকে এনেছিলেন।

পুলিশ সূত্রের খবর গুরপ্রীত সিং এর বাড়ি থেকে নগদ ২ কোটি টাকা পাওয়া গেছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও প্রচুর টাকার সন্ধান পেয়েছে পুলিশ। সেই টাকার কোনও উৎস সন্ধান দিতে পারেনি গুরুপ্রীত। গুরুপ্রীত সিং এর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ১২টি সিমকার্ড ও ৪টি সেলফোন। তদন্তের জন্য একাধিক সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছে দিল্লি পুলিশ।

Latest Videos

দিল্লি পুলিশকে সবথেকে বেশি যেটা চিন্তায় ফেলে দিয়েছে সেটা হল মানবপাচার চক্র। কারণ নিনার দেহটি লোপাট করার জন্য যে গাড়ি গুরপ্রীত সিং ব্যবহার করেছিল সেটি একটি যৌন কর্মীর আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল। সেই মহিলা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গুরপ্রীত পুলিশকে জানিয়েছে, ওমেগল চ্যাটিং অ্যাপের মাধ্যমে নিনার সঙ্গে যোগাযোগ করেছিল। নিনার সঙ্গে যোগাযোগ করার জন্য সে কয়েকবার সুইজারল্যান্ড গিয়েছিল বলেও জানিয়েছে। সে পুলিশকে জানিয়েছে নিনা তাকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু নিনা তাকে সন্দেহ করত। তারপরই সে নিনাকে সুইজারল্যান্ড থেকে ভারতে ডেকে পাঠায়। তারপরই বিয়ের জন্য জোর করায় নিনাকে খুন করতে বাধ্য হয়।

গুরুপ্রীত জানিয়েছে, নিনাতে হাতপা বেঁধে শ্বাসরোধ করে খুন করে। একটি গাড়িতে নিনার দেহ রেখেছিল। দেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়াতে থাকে। তারপরই দেহটি একটি সরকারি স্কুলের সামনে ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেই গুরপ্রীত সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ

ISRO: মহিলা মহাকাশচারী চাই, পুজোর মধ্যেই মহিলাদের জন্য সুখবর দিল ইসরো প্রধান সোমনাথ

দর্শকের রেকর্ড Disney+Hotstar-এ, বিশ্বকাপ ক্রিকেটে দর্শক সংখ্যা ছাড়াল ৪ কোটি

Mahua Moitra: মহুয়া মৈত্র ইস্যুতে মুখ খুললেন ডেরেক, জানালেন দলের অবস্থান

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report