দেশজুড়ে উড়ান বাতিলে তীব্র যাত্রী ভোগান্তি, IndiGo-কে মোটা টাকা জরিমানা ডিজিসিএ-র

Published : Jan 18, 2026, 08:51 AM IST

DGCA On Indigo: গত ডিসেম্বর মাসে দেশজুড়ে বিমান বিপর্যয়ে এবার উড়ান সংস্থা ইন্ডিগো-কে মোটা টাকা জরিমানা করল ডিজিসিএ। কতটাকা গুনতে হচ্ছে এই উড়ান সংস্থাকে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
ইন্ডিগোর বিমান বিপর্যয়ে কড়া পদক্ষেপ

গত বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রায় একটানা দশ দিন ইন্ডিগো-র বিমান বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন লক্ষ লক্ষ যাত্রীরা। বিমান দুর্ভোগে এবার দেশের বৃহত্তম এই বেসরকারি উড়ান সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপে নামল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বা ডিজিসিএ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিবৃতিও জারি করেছে DGCA । 

26
কী বলছে ডিজিসিএ?

IndiGo-র বিমান বাতিলে শনিবার এই বিষয়ে একটি কড়া বিবৃতি জারি করেছে ডিজিসিএ। এবং ইন্ডিগোর উপর ২২.২ কোটি টাকার জরিমানা আরোপ করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি, সংস্থার উচ্চপদস্থ কর্তাদের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে। সব মিলিয়ে বছরের শুরুতেই ইন্ডিগোর ঘাড়ে চাপল বিশাল টাকার জরিমানার বোঝা। 

36
DGCA-র বিবৃতি?

শনিবার DGCA-র তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে-''গত ৩ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ইন্ডিগোর মোট ২,৫০৭টি উড়ান বাতিল হয়। বদলানো হয় ১,৮৫২টি উড়ানের সময়সূচি। এর জেরে দেশের বিভিন্ন বিমানবন্দরে তিন লক্ষেরও বেশি যাত্রী আটকে পড়েন। আচমকা এই উড়ান বিপর্যয়ের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয় তাঁদের। শেষমেশ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে একটি চার সদস্যের কমিটি গঠন করে তদন্তে নামে ডিজিসিএ।''

46
ইন্ডিগো-কে জরিমানা

শুধু তাই নয়, বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ‘’ইন্ডিগোর বিপর্যয় নিয়ে সংস্থার একাধিক শীর্ষকর্তার সঙ্গে কথা বলা হয়। নেটওয়ার্ক প্ল্যানিং, সফ্‌টঅয়্যার, সংস্থার পাইলট ও বিমানকর্মীদের কাজের সময়সূচি — খতিয়ে দেখা হয় সব কিছুই। সেই তদন্তে এ বার জানা গিয়েছে, সংস্থার পরিচালনাগত ত্রুটির জেরে এমনটা ঘটেছে। পরিকল্পনায় বিস্তর গলদের পাশাপাশি ডিজিসিএ-র সংশোধিত ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ বিধিও যথাযথ ভাবে মানতে ব্যর্থ হয়েছে ইন্ডিগো। তার মাসুল হিসাবে এ বার মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে সংস্থাকে। ২২ কোটি ২০ লক্ষ টাকা ডিজিসিএ-কে দিতে হবে তাদের।'' 

56
এক্স হ্যান্ডেলে পোস্ট করে জরিমানার বার্তা

 এক্স হ্যান্ডেলে পোস্ট করে কী বলেছে ডিজিসিএ?

66
ইন্ডিগো ভোগান্তি

সূত্রের খবর, গত ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে ইন্ডিগোর উড়ান পরিষেবায় বিপর্যয় ঘটে। সমস্যায় পড়েন লক্ষ লক্ষ যাত্রী। যা নিয়ে সরব হন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু তাই নয়, এই অচলাবস্থা নিয়ে মুখ খেলেন সংস্থার চেয়ারম্যান বিক্রম সিংহ মেহতা। গত ১১ ডিসেম্বর বুধবার এক ভিডিয়ো বার্তায় গোটা বিষয়টি নিয়ে যাত্রীদের কাছে তিনি ক্ষমা চান। তবে সেই সময় সপ্তাহভর ভোগান্তি নিয়ে এড়িয়ে যান বেশকিছু প্রশ্নের জবাবও। 

Read more Photos on
click me!

Recommended Stories