- Home
- West Bengal
- West Bengal News
- পশ্চিমবঙ্গ জয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের ফিরিস্তি শোনালেন মোদী
পশ্চিমবঙ্গ জয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের ফিরিস্তি শোনালেন মোদী
PM Modi On TMC: বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে অধরা রাজ্যই যে এখন গেরুয়া শিবিরের দখলের মূল লক্ষ্য সে কথা ঠারে ঠারে বুঝিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে তিনি কী বললেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মালদহে এসে ভোট নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
বিহার জয়ের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ। এদিন ফের তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদার সভামঞ্চ থেকে আগাগোড়া নিশানা করলেন তৃণমূল সরকারকে। শুধু তা-ই নয়, এদিন বারবার তৃণমূল সরকারকে বিঁধলেন 'নির্মম' বলে। ডাক দিলেন, 'এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।' সঙ্গে ব্যাখ্যা দিলেন কেন নির্মম বলছেন, তারও।
পশ্চিমবঙ্গের শাসক শিবিরের বিরুদ্ধে সরব নমো
মোদির কথায়, "আমি চাই, দেশের বাকি অংশের মতো বাংলার গরিবরাও ৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পান। এখানে আয়ূষ্মান ভারত যোজনা লাগু হোক। কিন্তু, আজ বাংলা পশ্চিমবঙ্গের একমাত্র এমন রাজ্য যেখানে ৫ লক্ষ টাকার আয়ূষ্মান যোজনা লাগু হতে দেওয়া হয়নি। বিগত কয়েক বছরে এই যোজনায় দেশের কোটি কোটি গরিব মানুষ নিজেদের বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু, তৃণমূল বাংলায় গরিব ভাই-বোনদের আয়ূষ্মান যোজনার লাভ নিতে দেয় না। এত নির্মম সরকারের পশ্চিমবঙ্গ থেকে বিদায় প্রয়োজন।"
সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা
দ্বিতীয় যুক্তি হিসাবে তুলে ধরেন, "কেন্দ্রের বিজেপি সরকার দেশে পিএম সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা এনেছে। লাখ লাখ পরিবার এর লাভ নিয়ে নিজেদের বাড়ির ছাদে সোলার প্ল্যান্ট লাগিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার এজন্য হাজার হাজার কোটি টাকা জারি করেছে। আমি চাই, পশ্চিমবঙ্গের লাখ লাখ পরিবারও এই বিনামূল্যে বিদ্যুতের লাভ পাক। আপনাদের ঘরে বিদ্যুতের বিলও শূন্য হয়ে যাক। কিন্তু, গরিবের ভাল হয় এমন সব কাজ এখানকার নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না।"
তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মালদার কথা। মালদার বিভিন্ন সমস্যার জন্য তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। মোদি বলেন, "এখানে না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, না কৃষকরা কোনও সুবিধা পাচ্ছেন। মালদা-মুর্শিদাবাদের যুবকদের রুজি-রুটির জন্য অন্যত্র যেতে হচ্ছে। এখানকার আম চাষিদের অবস্থা বেহাল। তৃণমূল সরকার এখানে আমের সঙ্গে জড়িত উদ্যোগ বাড়ানোর জন্য ঠিক করে কাজ করেনি। আমের প্রক্রিয়াকরণ নিয়ে কোনও বড় চিন্তাভাবনা দেখা যায়নি। আপনাদের অধিকারের টাকাও আপনাদের দেয়নি।"
ভোট নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?
অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়েও সরব হন। অনুপ্রবেশকারী ইস্যুতে বারবার আক্রমণ করেন তৃণমূলকে। এমনকি গোটা পূর্ব ভারতের রাজ্যগুলি বিজেপি শাসিত হলেও পশ্চিমবঙ্গ যে এখনও বিজেপি শাসিত নয় সে কথা মনে করিয়ে আসন্ন বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ঝাঁজ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

