Bomb Threat: ই-মেলে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকে বোমা রাখার হুমকি, সতর্কতা বৃদ্ধি

Published : May 22, 2024, 08:21 PM ISTUpdated : May 22, 2024, 09:11 PM IST
Ministry of Home Affairs

সংক্ষিপ্ত

লোকসভা নির্বাচন চলাকালীন রাজধানী নয়াদিল্লির বিভিন্ন জায়গায় বোমা রাখার হুমকি দেওয়া হচ্ছে। সব হুমকিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে সতর্কতা বাড়িয়েছে দিল্লি পুলিশ।

দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রকে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল। বুধবার এই ই-মেল পায় দিল্লি পুলিশ। এরপরেই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়। নর্থ ব্লকে তল্লাশি চালানো হয়। দ্রুত বম্ব ডিসপোজাল স্কোয়াড ও দমকল বিভাগের ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। পুরো স্বরাষ্ট্রমন্ত্রক খালি করে দেওয়া হয়। সব লোকজনকে সরিয়ে শুরু হয় তল্লাশি। ওই অঞ্চল ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। তবে শেষপর্যন্ত কিছুই পাওয়া যায়নি। ফলে হুমকি ই-মেল ভুয়ো বলে প্রমাণিত হয়। তবে এই ঘটনাকে হাল্কাভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ। কে বোমা রাখার হুমকি দিয়ে ই-মেল করেছিল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

বুদাপেস্ট থেকে নয়াদিল্লিতে হুমকি!

সম্প্রতি দিল্লির একাধিক স্কুল, বিমানবন্দর, হাসপাতাল, কারাগারে বোমা রাখার হুমকি দেওয়া হয়। তবে কোথাও বিস্ফোরণ হয়নি। দিল্লির পাশাপাশি জয়পুর, লখনউ, কানপুর, আমেদাবাদের ১৫০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে এই হুমকি ভুয়ো বলে প্রমাণিত হয়। এই হুমকি ই-মেল নিয়ে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বুদাপেস্ট থেকে ই-মেল করা হয় বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। এ বিষয়ে হাঙ্গেরি সরকারের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছে দিল্লি পুলিশ।

হুমকি ই-মেলের তদন্তে অগ্রগতি

দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হুমকি দিয়ে যে ই-মেল পাঠানো হয়েছে, সেটি এসেছে sawariim@mail.ru  মেল আইডি থেকে। রাশিয়ান ডোমেনের সঙ্গে যুক্ত এই মেল আইডি। একটি ভিপিএন-এর সঙ্গে যুক্ত আইপি অ্যাড্রেস। ফলে নির্দিষ্টভাবে কে হুমকি দিয়ে ই-মেল করেছে, সেটা খুঁজে বের করা কঠিন। এ বিষয়ে ইন্টারপোলের সাহায্য নিতে চাইছে দিল্লি পুলিশ। ই-মেল প্রেরকের পরিচয় খুঁজে বের করার জন্য ইন্টারপোলকে চিঠি দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের আশা, সাহায্য করবে ইন্টারপোল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Ayodhya Ram Mandir: রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ২ হিন্দু যুবক, ব্যবহার করল মুসলমান পরিচয়

RBI Bomb Threat: বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBI-কে, হুমকি মেইল আসতেই শহর জুড়ে আতঙ্ক

PM Modi News: 'বোম মেরে মোদী আর যোগীকে উড়িয়ে দেবো!' হুমকি কল পেয়েই মুম্বই পুলিশে চাঞ্চল্য

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo