গভীর রাতে গাড়িতে তুলে যুবতীকে গণধর্ষণ, রাস্তায় ফেলে দিয়ে গেল ২ যুবক

Published : Dec 31, 2025, 08:38 PM IST
gurugram faridabad road moving van rape assault case latest news

সংক্ষিপ্ত

Gang-Rape: উৎসবের সময় প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণের মতো অপরাধমূলক ঘটনা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ফরিদাবাদে (Faridabad) ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

DID YOU KNOW ?
গণধর্ষণে কড়া ব্যবস্থা
গুরুগ্রামে এক যুবতীর গণধর্ষণের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশ।

Faridabad Gang-Rape: গভীর রাতে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার সময় অচেনা ব্যক্তিদের গাড়িতে ওঠার পর ভয়ঙ্কর অভিজ্ঞতা হল ২৫ বছর বয়সি এক যুবতীর। তাঁকে গাড়িতে তুলে দুই ব্যক্তি গণধর্ষণ করেছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটেছে হরিানার (Haryana) ফরিদাবাদে (Faridabad)। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যে গাড়িতে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু নির্যাতিতা কেন গভীর রাতে অচেনা ব্যক্তিদের গাড়িতে উঠলেন তা স্পষ্ট নয়। ফরিদাবাদ পুলিশের (Faridabad Police) জনসংযোগ আধিকারিক সাব-ইন্সপেক্টর যশপাল সিং জানিয়েছেন, ‘গতকাল, ৩০ ডিসেম্বর কোতোয়ালি থানায় (Kotwali Police Station) এক ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। আইনের সংশ্লিষ্ট ধারাগুলির ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।’ পুলিশ আরও জানিয়েছে, দুই অভিযুক্তই ফরিদাবাদের বাসিন্দা।

ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গণধর্ষণের শিকার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তাঁর স্বামী ও মায়ের সঙ্গে থাকেন। সোমবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর এক বান্ধবীর বাড়ি যান। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ তিনি বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার চেষ্টা করেন। কিন্তু মেট্রো চকে (Metro Chowk) পৌঁছনোর পর অন্য কোনও গাড়ি না পেয়ে অভিযুক্তদের গাড়িতে ওঠেন নির্যাতিতা। গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুগ্রামের (Gurugram) দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। তারা এক জঙ্গলে নিয়ে গিয়ে এই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় তিন ঘণ্টা ধরে নির্যাতন চালায় অভিযুক্তরা। এরপর তারা নির্যাতিতাতে রাস্তায় ফেলে দিয়ে যায়। 

চোট পেয়েছেন নির্যাতিতা

পুলিশ জানিয়েছে, মাথায় চোট পান নির্যাতিতা। তিনি বোনকে ফোন করে ডাকেন। তাঁর বোন হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথায় ১২টি সেলাই পড়েছে। এখন ফরিদাবাদের এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
গুরুগ্রামে প্রায় ৩ ঘণ্টা ধরে যুবতীকে গণধর্ষণের অভিযোগ।
হরিয়ানার গুরুগ্রামে ২৫ বছরের এক যুবতীকে গাড়িতে তুলে প্রায় ৩ ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
Read more Articles on
click me!

Recommended Stories

'আগে রাম নাম নিলে লাঠি জুটত' রাম মন্দিরের ২ বছর পূর্ণ অনুষ্ঠানে বিস্ফোরক যোগী আদিত্যনাথ
নতুন বছর ২০২৬: পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে মানালি, বরফ পড়ার অপেক্ষা! দেখুন ছবিতে