উত্তরকাশির তুষারধ্বসে ফের উদ্ধার আরও ৫ মৃতদেহ

সোমবার তুষারধ্বসে আটকে পড়া আরও ৫টি মৃতদেহ উদ্ধার করলো উত্তরাখন্ড পুলিশ। সূত্রের খবর মৃতদেহগুলিকে এখন মাতলীর আইটিবিপি ক্যাম্পে আনা হয়েছে। কিন্তু লাগাতার তুষারপাতের  কারণে  বাকি আরও দুই পর্বতারোহীকে এখনও  খুঁজে পাওয়া যাচ্ছেনা

উত্তরকাশির তুষারধ্বসের জেরে এখনও জেরবার উত্তরাখন্ড সরকার। সোমবার তুষারধ্বসে আটকে পড়া আরও ৫টি মৃতদেহ উদ্ধার করলো উত্তরাখন্ড পুলিশ। সূত্রের খবর মৃতদেহগুলিকে এখন মাতলীর আইটিবিপি ক্যাম্পে আনা হয়েছে। কিন্তু লাগাতার তুষারপাতের  কারণে  বাকি আরও দুই পর্বতারোহীকে এখনও  খুঁজে পাওয়া যাচ্ছেনা। উত্তরাখণ্ডের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা একটি বিবৃতিতে জানিয়েছেন যে সোমবার আরও ৫ টি মৃতদেহ আনার পর মোট মৃতদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। তবে উদ্ধারকারী দলটির অনুমান সামিট ক্যাম্পে আরও একটি মৃতদেহ আছে। 

  ২৯ জনের একটি পর্বতারোহী দল প্রবল  তুষারধ্বসের  নিখোঁজ হয়ে যায় ৪ ঠা  অক্টোবর থেকে।  দৌপদী কে ডান্ডা শৃঙ্গের পাশ পরে অভিযানকারী দল উদ্ধার করে তাদের মৃতদেহ। বাকিরা  যারা বেঁচে ছিলেন তাদের তৎক্ষণাৎ ভর্তি করা হয় এইমসে। এই ২৯ জনের মধ্যে ২৭ জন ছিলেন ট্রেনি আর বাকি ২ জন ছিলেন প্রশিক্ষক। ১৭,০০০ ফিট উপরে তারা আটকে পরে দ্রৌপদী কি ডান্ডা শৃঙ্গের কাছে। এসডিআরএফ ,আইটিবিপি আর্মি ও আইএএফ এর যৌথ উদ্যোগে শুরু হয় উদ্ধার অভিযান। কিন্তু প্রাকৃতিক অবস্থা প্রচন্ড খারাপ হাওয়ায় তাদের উদ্ধার  অভিযানের কাজ থামিয়ে দিতে হয় বেশ কিছুদিনের জন্য। কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেন , " আবহাওয়া খারাপ থাকলেও তারা যারপরনাই চেষ্টা করছেন বাকি দুই নিখোঁজ পর্বতারোহীকে খুঁজে বের করার। "

Latest Videos

এনআইএম অফিশিয়ালদের মতে এখনো পর্যন্ত মোট ১৬ জনের হদিশ পাওয়া গেছে।  যাদের মধ্যে নাওমি রাওয়াত ও সাভিতা কনসোওয়াল এর মৃতদেহ এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে। কিন্তু বাকি নিখোঁজ প্রশিক্ষণকারীদের বাড়ির লোকেদের ধৈর্য্যের বাঁধ ভেঙেছে , তারা  ক্রমশ হতাশ পেয়ে পড়ছেন। আবার কেউ কেউ আশায় বুক বাঁধছেন যে আবার হয়তো দেখতে পাবেন তাদের সন্তানদের।  অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই এখন তাদের 

আরও পড়ুন গুজরাতে গিয়ে ফের নরেন্দ্র মোদীর ‘শহুরে নকশাল’ মন্তব্য, নিশানা অরবিন্দ কেজরিওয়ালের দিকেই?

আরও পড়ুন'অসাধারণ নেতৃত্ব', মুলায়মের প্রয়াণে শোকপ্রকাশ মোদী-শাহ-এর

আরও পড়ুনদশবারের বিধায়ক তিনবারের মুখ্যমন্ত্রী আমৃত্যু থেকেছেন সাংসদ পদে, এক বর্ণময় অধ্যায়ের নাম মুলায়ম সিং যাদব

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today