গুরুতর অসুস্থ লালু প্রসাদ যাদব, ফুসফুসে সংক্রমণের কারণে পাঠানো হল দিল্লিতে

  • অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী
  • তাঁর শারীরিক অবস্থার অবস্থার অবনতী
  • তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে
  • দিল্লির হাসপাতালে ভর্তি লালু

Asianet News Bangla | Published : Jan 23, 2021 1:39 PM IST / Updated: Jan 23 2021, 07:12 PM IST

চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়লেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। পশু খাদ্য কেলেঙ্কারি মামলার দোষী সাব্যস্ত তিনি। জেলবন্দি হওয়ায় তাঁর শারীরিক অসুস্থতার কারনে রাঁচির রিমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেই সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, সেখানে কিছুক্ষণ সময় কাটালেন মোদী

পশুখাদ্য মামলার দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকে জেলেই সাজা কাটছেন তিনি। বেশ কয়েকমাস ধরে তাঁর শারীরিক অবস্থা ভাল না থাকায় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতী হয়। বাবার অসুস্থতার খবর পেয়ে সব কাজ ফেলে ছুটে যান তাঁর পুত্র তেজস্বী যাদব। তাঁর বাবার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। লালুর হৃদযন্ত্রে ইতিমধ্যেই অস্ত্রোপচার হয়েছে। কিডনির ২৫ শতাংশ এই মুহূর্তে কাজ করছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-জন্মদিনেই ভাঙা হল নেতাজীর ছবি তৃণমূল কার্যালয়ে, ধুন্ধুমার শান্তিপুর

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই উদ্বেগজনক অবস্থায় রাঁচি তাঁর যথাযথ চিকিৎসা সম্ভব নয়। সেকারনে তাঁকে দিল্লির এইসমস হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। তার আগে আদালতের কাছে আনুমতি নেওয়া হয়। শনিবার সন্ধ্যায় দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। লালু প্রসাদ যাদব নিউমোনিয়ায় ভুগছেন বলে জানিয়েছেন তাঁর পুত্র তেজস্বী যাদব।
  
 

Share this article
click me!