ভোটের ফল প্রকাশের আগেই সংখ্যার খেলা শুরু , গোয়ায় হিসেব কষছে যুযুধান কংগ্রেস-বিজেপি

এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী গোয়া বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও রাজ্য বিজেপি নেতারা ক্ষমতা ধরে রাখার বিষয়ে অনেকটাই আশাবাদী। এই অবস্থায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার বিজেপি ইনচার্জ দেবেন্দ্র ফড়নোবিশের সঙ্গে বৈঠকের জন্য মুম্বই গিয়েছেন।

গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Election 2022) ফল প্রকাশের এখনও বাকি রয়েছে দুই দিন। আগামী ১০ মার্চ (10 March) পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ হবে। কিন্তু এরই মধ্যে সমুগ্রতীরবর্তী গোয়ায় (Goa) শুরু হয়ে গেছে সংখ্যার খেলা (Number Game)। মাত্র ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই ম্যাজিক ফিগারে পৌঁছাতে হিসেবের খাতা খুলে বসেছে কংগ্রেস আর বিজেপি। দুটি বড় দলই ইতিমধ্যেই টার্গেট করেছে ছোট ছোট দলগুলিকে। 

এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী গোয়া বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে। যদিও রাজ্য বিজেপি নেতারা ক্ষমতা ধরে রাখার বিষয়ে অনেকটাই আশাবাদী। এই অবস্থায় গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গোয়ার বিজেপি ইনচার্জ দেবেন্দ্র ফড়নোবিশের সঙ্গে বৈঠকের জন্য মুম্বই গিয়েছেন। তিনি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করতে পারেন বলে সূত্রের খবর। দলের অবস্থা জানাবেন তিনি শীর্ষ নেতৃত্বকে। সূত্রের খবর বিজেপি ইতিমধ্যেই  মহারাষ্ট্রের গোমান্তক পার্টি ও নির্দল প্রার্থীদের সঙ্গে সমর্থনের বিষয়ে আলোচনা শুরু করেছে। যদিও এখন গোমান্তক পার্টি বিজেপিকে সমর্থনের বিষয়ে সবুজ সংকেত দেয়নি। প্রমোদ সাওয়ান্তের মুখ্যমন্ত্রীর পদ নিয়ে আপত্তি রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। 

Latest Videos

 অন্যদিকে কংগ্রেস আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা শুরু করতে পারে বলেও সূত্রের খবর। যদিও তৃণমূলকে জোট গঠনে আহ্বান জানিয়ে কংগ্রেস। ভোটের আগে তৃণমূল জোট বার্তা দিলেও তাতে রাজি হয়নি কংগ্রেস। কংগ্রেসের দায়িত্বে থাকা পি চিদম্বরমের কথায় তৃণমূল কোনও লিখিত আবেদন জানায়নি। তবে এখন কংগ্রসেরের গোয়ার প্রধান দীনেশ গন্ডুরাও বলেন বিজেপি বিরোধী যে কোনও দলের সঙ্গে জোট বাঁধতে পারেন তারা। জোটের দরজা বিজেপি বিরোধী দলগুলির জন্য খোলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কংগ্রেস গোয়াতে তিনটি আসন পেতে পারে। আপ পেতে পারে পাঁচটির মত আসন। তাই সরকার গঠনে দুই দলকেই কংগ্রেসের প্রয়োজন হতে পারে বলেও মনে করছেন শীর্ষ নেতৃত্ব। 

এক্সিট পোল অনুযায়ী গোয়ার ৪০টি আসনের মধ্যে ১৬টি আসন পেতে পারে কংগ্রেস। প্রায় একই আসন পেতে পারে বিজেপি। গোয়ায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হল ২১। ২০১৭ সালের পরিস্থিতি যাতে না হয় তার জন্য এখন থেকেই সতর্ক কংগ্রেস। কারণ একক সংখ্যা গরিষ্ঠ দল হয়েও সরকার গঠনে ব্যর্থ হয়েছিল।বিজেপি ছোটগুলির বিধায়কদের নিয়ে সরকার গঠন করেছিল। যাইহোক এখন থেকেই সেই বিষয় সচেতন রাহুল গান্ধী। তাঁর উদ্যোগে শুরু হতে পারে মিশন এমএলএ। যেখানে দলের বিধায়করা যাতে পাল্টি খেতে না পারে তার জন্য ফল ঘোষণার পরই তাদের পাঠানো হতে পারে রাজস্থানের নিভৃতবাসে। 

ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে ৩৫ মিনিট কথা মোদীর, জেনে নিন কী কী নিয়ে আলোচনা হয়েছে

বিচ্ছেদের গুজব উড়িয়ে এক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্য়ায় - প্রশান্ত কিশোর, ছিলেন অভিষেকও

রাশিয়ার যুদ্ধের প্রতীক কি 'Z', সোশ্যাল মিডিয়ায় পুতিনের তুলনা হিটলারের সঙ্গে

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন