
ভারতীয় স্পেশ রিসার্চ অর্গানাইজেশন (ISRO) পৃথিবী প্রদক্ষিণের জন্য স্যাটেলাইট EOS-03 পাঠানোর যে পরিকল্পনা নিয়েছে তা ধাক্কা খেল। শ্রীহরিকোটা ছেকে সঠিকভাবে উৎক্ষেপণের পরেও তা কক্ষপথে পৌঁছায়নি। ISRO-র পক্ষ থেকে জানান হয়েছে যান্ত্রিক গলোযোগের কারণেই স্যাটেলাইটটি কাঙ্খিত কক্ষপথে পৌঁছাতে পারেনি।
বৃহস্পতিবার নির্ধারিত সময় ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে উৎক্ষেপন করা হয়েছিল EOS-03 (ইওএস-০৩) । GSLV F10(জিএসএলভি-এফ ১০) রকেটের মাধ্যমেই এটি উৎক্ষেপণ করা হয়েছিল। সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে সেকথা জানিয়েছিল ইসরো।
কিন্তু কিছুক্ষণ পরেই ইরসোর পক্ষ থেকে জানান হয়, প্রথম ও দ্বিতীয় পর্যায় সবকিছু ঠিক থাকলেও ক্রয়োজেনিক পর্যায়ে পৌঁছাতে পারেনি স্যাটেলাইটটি। যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয় বলেও জানান হয়েছে। অভিযান সফল হয়নি বলেও ইসরোর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে
Viral Video: মাত্র ২৬ সেকেন্ডের রুদ্ধশ্বাস লড়াই, দুটি বাঘ মন কাড়ল নেটিজেনদের
Shershaah: আসল কার্গিল হিরোকে কতটা ছুঁতে পারবেন সিদ্ধার্থ মালহোত্রা, জানুন কেমন ছিলেন বিক্রম বার্তা
জন আশীর্বাদ যাত্রা, নতুন মন্ত্রীদের মাধ্যমে জনসংযোগের নতুন উদ্যোগ বিজেপির
মূলত পৃথিবীর আবহাওয়া আর প্রাকৃতিক দুর্যোগের ওপরে নজর রাখার জন্য আর্থ অবজারভেশন স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা নিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি। উদ্দেশ্য ছিল ঘূর্ণিঝড়, সুনামি আর বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা পাওয়া। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা সাফল্যের মুখ দেখতে পেল না। কৃষি কাজ আর বনায়নের জন্য তথ্য সরবরাহের কাজও করত স্যাটেলাইটি। স্যাটেলাইটটি মূলত এপ্রিল বা মে মাসে লঞ্চ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের কারণে উৎক্ষেপণ স্থগিত রাখা হয়েছিল।