গুজরাত বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, দেখে নিন এবিপি নিউজ- সি ভোটার বুথ ফেরত সমীক্ষা

দুই দফার ভোট শেষে সমীক্ষা অনুযায়ী গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি পেতে পারে প্রায় ৫০ শতাংশ ভোট।

৫ ডিসেম্বর, সোমবার বিকেল ৫টায় শেষ হল গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দ্বিতীয় পর্যায়ে ভোট পড়েছে প্রায় ৫৮.৪৪ শতাংশ। এর আগে, গত ১ ডিসেম্বর গুজরাতে প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছিল। ওই দিন ভোট পড়েছিল প্রায় ৬৩ শতাংশ। দুই দফা মিলিয়ে গুজরাত বিধানসভায় মোট ভোট পড়েছে প্রায় ৫৬ শতাংশ। যা বিগত কয়েক বছরের মধ্যে রাজ্যে সবচেয়ে কম ভোট বলে মনে করা হচ্ছে।

প্রায় তিন দশক ধরে গুজরাতে ক্ষমতায় আসীন রয়েছে বিজেপি। আগামী ৮ ডিসেম্বর নির্বাচনের ফল প্রকাশ। ২০২২ সালে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় লড়েছেন মোট ৭৮৮ জন ভোটপ্রার্থী। সোমবার দ্বিতীয় দফার ভোটে প্রার্থী ছিলেন ৮৩৩ জন। এবার ভোটে মূলত ত্রিমুখী লড়াই দেখা গেছে। একদিকে বহু বছর ধরে শাসনকাজ চালিয়ে আসা বিজেপি, অন্যদিকে কংগ্রেস এবং আপ। সমস্ত প্রার্থীর জনসমর্থনের ফল প্রকাশ পাবে ৩ দিন পর।

Latest Videos

তবে, সেই রেজাল্ট বেরনোর আগেই ফলাফল কী হতে চলেছে, তার আভাস মিলতে পারে বুথ ফেরত সমীক্ষায়। সোমবার গুজরাত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর, বিভিন্ন সমীক্ষা সংস্থার পক্ষ থেকে দুই রাজ্যেরই নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।

এর মধ্যে এবিপি সংবাদসংস্থার সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, বিজেপি ৪৯.৪ শতাংশ ভোট পেতে পারে। যা ২০১৭ সালের গুজরাত নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে ০.৪ শতাংশ কম।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে, ১৮২টি আসনের গুজরাত বিধানসভায় মোট ১৬৭টি আসন জিতে নিতে পারে বিজেপি। প্রাপ্ত ভোটের হার হতে পারে ৫৪.৫ শতাংশ। আম আদমি পার্টি জিততে পারে ১১টি আসনে। আপ-এর প্রাপ্ত ভোটের হার ১৫.৮ শতাংশ। কংগ্রেসের আসন সংখ্যা চলে যেতে পারে মাত্র চারটিতে। প্রাপ্ত ভোটের হার দাঁড়াতে পারে ১৫ শতাংশে। নির্দলদের ঝুলিতে কোনও আসন যাবে না।

আরও পড়ুন-

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তুইতোকারি’ সম্বোধন, কুরুচিকর পোস্ট করায় সাসপেন্ড উচ্চপদস্থ পুলিশ অফিসার
গুজরাত বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে বেলা ৩টে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৫০ শতাংশ, ভোট বয়কট করল ৪টি গ্রাম
শীঘ্রই সাঁতরাগাছি সেতুর সমস্যার সমাধান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কবে খুলবে ব্রিজ?

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today