পাঁচ বছরে ২০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, জেপি নাড্ডার উপস্থিতিতে প্রকাশিত গুজরাট বিজেপির নির্বাচনী ইস্তেহার

 

পাঁচ বছরে ২০ লক্ষ কর্মসংস্থান-সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গুজরাটে প্রকাশিত হল নির্বাচনী ইস্তেহার। বিজেপি বলেছে গুজরাটের উন্নয়নের লক্ষ্যেই এই ইস্তেহার।

কংগ্রেসের পাল্টা হিসেবে ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে গুজরাটে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। শনিবার দলীয় কার্যালয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গুজরাট বিজেপির প্রধান সিআর পাটিলের উপস্থিতিতেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। নির্বাচনের আকর্ষণীয় প্রতিশ্রুতি হল আগামী পাঁচ বছরে গুজরাটে ২০ লক্ষ কর্মসংস্থান করা হবে। সমস্ত ছাত্রী ও ছাত্রদের জন্য বিনামূল্য শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি গুজরাটে সন্ত্রাসবাদবিরোধী সেল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

 

Latest Videos

মোদীর রাজ্য গুজরাটে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে মরিয়া বিজেপি। এবার এক গুজরাটে সপ্তমবার বিজেপি সরকার তৈরি হবে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে জেপি নাড্ডা বলেন, 'আমরা সম্ভাব্য হুমকি চিহ্নিত করতে ও নির্মূল করতে একটি ব়্যাডিকেলাইদেশন সেল তৈরি করব, সন্ত্রাসবাদী সংগঠন ও বারত বিরোধী শক্কির স্লিপার সেল তৈরির করব, আমরা গুজরাটে বাস্তাবায়িত করা হবে ইউনিফর্ম সিলিভ কোড কমিটির সুপারিশ।' তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি ক্ষতি সংক্রান্ত একটি আইনও তৈরি করা হবে। এই আইনের মাধ্যমে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে অভিযুক্তদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গুজরাটের অগ্রগতির জন্য গুজরাটের উন্নয়ন ও অর্থনীতির ওপর জোর দেওয়া হবে।

এক নজরে গুজরাট নির্বাচনে বিজেপির ইস্তেহারের মূল বিষয়ঃ

কৃষি পরিকাঠামোর জন্য ১০০০০ কোটি টাকা

সম্ভাব্য হুমকি শনাক্ত ও নির্মূল করতে অ্যান্টি ব়্যাডিক্যালাইজেশন সেল তৈরি

আগামী ৫ বছরে গুজরাটের যুবকদের জন্য ২০ লক্ষ

আগামী ৫ বছর নারীদের জন্য ১ লক্ষ সরকারি চাকরি

গুজরাটের মহিলা প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধে

রাজ্যের সমস্ত মহিলাদের বিনামূল্য মানসম্মত শিক্ষা। ইস্তেহারে বলা হয়েছে কেজি-পিজি পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা প্রদান

গুজরাটতে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত করা

সেচের সুবিধের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ

দক্ষিণ গুজরাট ও সৌরাষ্ট্রে দুটি সিফুড পার্ক তৈরি

দেশের প্রথম ব্লু ইকোনামিক করিডোর

মাছ ধরার পরিকাঠামো তৈরি

১১০ কোটি কাটার কর্পাস-সহ বিনামূল্য মুখ্যমন্ত্রী বিনামূল্যে ডায়গনস্টিক স্কুম

গোটা রাজ্যে ৩ হাজার মিটার সড়ক তৈরি

গুজরাটে পশ্চিমভারতের বৃহত্তম আধ্যাত্মিক কেন্দ্র তৈরি

মন্দির সংস্কার, সম্প্রসারণ ও প্রচারের জন্য ১ হাজার কোটি টাকা বিনিয়োগ।

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পেরে তিনি আনন্দিত। গুজরাটের বাসিন্দাদের আগামী দিন যাতে আরও সুন্দর হয় তার দিকেই লক্ষ্য রাখা হয়েছে। তিনি আরও বলেন গত ২ দশক ধরে বিজেপিকেই ভোট দিয়েছে এই রাজ্যের মানুষ । আগামী দিনেও গুজরাট বিজেপির সঙ্গে থাকবে।

আরও পড়ুনঃ

শ্রদ্ধা হত্যা-কাণ্ডে আফতাবকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ, রাখা হবে তিহাড় জেলে

রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে একাধিক বিতর্ক, প্রচার পেলেও কংগ্রেস কি লাভের ফসল ঘরে তুলতে পারবে

পাকিস্তানের ড্রোনের প্রভাব কমলেও সতর্ক রয়েছে বিএসএফ, শীতকালে তুরাষপাতের কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সীমান্তে

 

 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন