China Pneumonia Outbreak: চিনে ভয়াবহ চেহারা নিচ্ছে নিউমোনিয়া, রাজ্যগুলিকে সতর্কবার্তা স্বাস্থ্যমন্ত্রকের

Published : Nov 26, 2023, 03:19 PM ISTUpdated : Nov 26, 2023, 04:16 PM IST
china mystic pneumonia outbreak

সংক্ষিপ্ত

২০১৯ সালের শেষদিকে চিন থেকেই ছড়িয়ে পড়েছিল নোভেল করোনাভাইরাস। এবার সেই চিনেই শুরু হয়েছে নিউমোনিয়া। এই রোগ যাতে ভারতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে চাইছে স্বাস্থ্যমন্ত্রক।

চিনের উত্তর প্রান্তে শিশুদের মধ্যে নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। ক্রমশঃ ভয়াবহ হয়ে উঠছে এই রোগ। মহামারীর আকার নিচ্ছে নিউমোনিয়া। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করল স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতে যদি কোনওভাবে নিউমোনিয়া ছড়িয়ে পড়ে, তাহলে কীভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করা হবে, সে বিষয়ে আলোচনা করছে স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। তবে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকছে স্বাস্থ্যমন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, অবিলম্বে হাসপাতালগুলিকে তৈরি রাখতে হবে এবং জনস্বাস্থ্যের উপর নজর রাখতে হবে।

জরুরি প্রস্তুতি শুরু

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে, এখনই স্বাস্থ্যব্যবস্থার উপর নজরদারি চালাতে হবে। হাসপাতালগুলি যথেষ্ট তৈরি কি না, সেটা দেখতে হবে। হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন কি না সেটা খতিয়ে দেখতে হবে। হাসপাতালে যথেষ্ট শয্যা আছে কি না সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সরঞ্জাম মজুত রাখতে হবে। মেডিক্যাল অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, পিপিই কিট, টেস্টিং কিট-সহ প্রয়োজনীয় সব জিনিস মজুত রাখতে হবে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটর-সহ সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখতে হবে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোখার জন্যও ব্যবস্থা নিতে হবে। সংক্রমণ রোখার ব্যবস্থা আছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে।

করোনা মোকাবিলার মতোই প্রস্তুতি

২০২০ সালের শুরু থেকে করোনাভাইরাস মোকাবিলার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, এবারও সেরকম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

করোনার পর এবার 'রহস্যময়' নিউমোনিয়া মহামারির প্রাদুর্ভাব! চিন থেকেই ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে

Chicken: খাদ্যতালিকায় থাকছে মুরগির মাংস? কোনও বড় বিপদ ডেকে আনছেন না তো? জানুন বিশেষজ্ঞদের মতামত

Banana Leaves: গ্রাম বাংলায় এখনও কলাপাতায় খাবার খান অনেকেই, জেনে নিন এই পাতায় খাওয়ার ৬ উপকারিতা

PREV
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট