Horrific Video: চোখের সামনে ভেঙে পড়ছে পাহাড়, 'ভয়ঙ্কর ভূমিধস' বলে চিৎকার যাত্রীদের


উত্তরাখণ্ডে ভয়ঙ্কর ভূমিধস। টনকপুর-চম্পাওয়াত জাতীয় সড়কে আগামী ২ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। 
 

আবারও এক ভয়ঙ্কর ভূমিধসের সামনে দাঁড়াল উত্তরাখণ্ড। টনকপুর-চম্পাওয়াত জাতীয় সড়কের একটি বড় অংশ এদিন ধুলোয় মিশে গেল। যে পাহাড়ের ওপর রাস্তাটি তৈরি হয়েছে সেই পাহাড়রটির একটি বড় অংশ এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যার কারণে সরু পাহাড়ি রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। 

সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ভয়ঙ্কর ধস।  প্রাণ বাঁচাতে যাত্রীরা গাড়ি থেকে নেমে ছুটে অন্যত্র যাওযার চেষ্টা করছেন। কিন্তু যে জায়গায় ধস নেমেছে সেই জায়গাটি অত্যান্ত সরু। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিধস বলে মানুষ চিৎকার করতে করতে অন্যত্র চলে যাচ্ছে। 

মুসলিম চুড়ি বিক্রেতাকে গণপ্রহার, ভিড়িও ভাইরাল হতেই কড়া পুলিশ

Child Rape: লাগাতার ধর্ষণ ২ নাবালকের, কিছু বুঝে ওঠার আগেই সন্তানের জন্ম দিল ১২র কিশোরী

স্থানীয় প্রশাসন জানিয়েছে ধ্বংসাবশেষ পরিষ্কার না করা পর্যন্ত এলাকয় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা শাসক ভিনিত তোমর জানিয়েছেন ধ্বাংসাবশেষ সরাতে কম করে দুই থেকে তিন দিন সময় লাগবে। অন্য পথ দিয়ে ঘুর পথে যান চলাচল করবে বলেও জানিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতে হিমালচল প্রদেশে ভূমি ধ্বসং কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি