অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ, কোথায় কীভাবে দেখবেন আপনার নাম,জেনে নিন

  • প্রকাশিত হল অসমের এনআরসি তালিকা
  • তালিকায়ে রয়েছে ৩ কোটি ১১ লক্ষ মানুষের নাম
  • নাম নেই ১৯ লক্ষ মানুষের
  • কোথায় কীভাবে দেখবেন আপনার নাম, জেনে নিন
Indrani Mukherjee | Published : Aug 31, 2019 7:58 AM IST / Updated: Aug 31 2019, 02:31 PM IST

আজ সকাল ১০ টায়ে প্রকাশিত হয়েছে অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা।প্রায় ৩.২৯ কোটি মানুষ আবেদন করেছিলেন, তালিকায়ে রয়েছে ৩ কোটি ১১ লক্ষ। আর সেই তালিকা থেকে বাদ পড়েছে অসমের প্রায় ১৯ লক্ষ মানুষ। 

এনআরসি-র রাজ্য কোঅর্ডিনেটার প্রতীক হাজিলা জানিয়েছেন, এবারের এনআরসি তালিকায় নাম নথিভুক্ত হয়েছে ৩,১১,২১,০০৪ জনের। আর তালিকায়ে নাম নেই ১৯,০৬,৬৭৫ জন মানুষের। এদের মধ্যে অনেক মানুষই এমন রয়েছেন যাঁরা এনআরসি-তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য আবেদবনই করেননি। তিনি আরও জানান, যাঁদের নাম নাগরিকপঞ্জীতে নেই, তাঁদের এখুনি বিদেশি বলে ঘোষণা করা হবে না। এনআরসি তালিকায় এবার যাঁদের নাম ওঠেনি তাঁরা সকলেই ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন। আপিল করার সময়সূচী ৬০ দিন থেকে বাড়িয়ে দিয়ে করা হয়েছে ১২০ দিন। 

Latest Videos

অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশিত হল , নাম নেই ১৯ লক্ষ মানুষের

লাগবে ৪০ হাজার থেকে লক্ষাধিক টাকা, এনআরসি-তে 'নাম তুলতে' ১২০দিন সময়সীমা

স্ত্রীর নাম থাকবে কি এনআরসি তালিকায়, আতঙ্কে আত্মঘাতী স্বামী

আজ এনআরসি তালিকা প্রকাশ,অসমে জারি কড়া সতর্কতা, কী আছে রাজ্যবাসীর ভাগ্যে

১) এন আরসি-র অফিশিয়াল ওয়েবসাইট nrcassam.nic.in -এ যান

২) সেখানে গিয়ে 'কমপ্লিট ড্রাফ্ট এনআরসি ইজ নাউ অ্যাকটিভ' ট্যাবে ক্লিক করুন

৩) এরপর আপনার নাম যাচাই করতে আপনার এআরএন নম্বরটি দিন (আপনার এআরএন নম্বরটি আপনার এনআরসি ফর্মের প্রথম পাতাতেই লেখা রয়েছে)

৪) এরপর ক্যাপচা (CAPTCHA) কোডটি বসান, এরপর সার্চ অপশনে ক্লিক করুন

৫) আপনার নাম যদি এনআরসি তালিকাভুক্ত হয়, তাহলে তা সহজেই স্ক্রিনের ওপরে ভেসে উঠবে

তবে অফিশিয়াল ওয়েবসাইটের সার্ভার যদি বন্ধ থাকে, তাহলে আপনার নিকটবর্তী এনআরসি সেবা কেন্দ্রে যান। সেখানে গিয়েও চূড়ান্ত তালিকায় আপনার নাম রয়েছে কি না তা যাচাই করতে পারবেন। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী