বাজেটের আগে পেট্রোল-দরে ওঠানামা অব্যাহত? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়।

Web Desk - ANB | Published : Jan 30, 2023 1:32 AM IST

জানুয়ারির শেষে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। সোমবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

মুম্বইতে সোমবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। রবিবারের তুলনায় এই দরে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে সোমবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৭৫ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.৩৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে সোমবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

Latest Videos

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়। সেখানে সোমবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৩৯ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৪.০৩ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরের তুলনায় বেশির দিকেই রয়েছে। জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১০৭৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১০৫২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১০৫৩ টাকা করে।

আরও পড়ুন-
বস্ত্র শিল্পের উন্নতির জন্য বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের, উদ্যোগপতিদের সাহায্যে টেক্সটাইল পার্ক খোলার পরিকল্পনা
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে মিড ডে মিল কতটা স্বাস্থ্যকর? খতিয়ে দেখতে রবিবারই আসছে কেন্দ্রীয় দল
‘বাংলার মানুষদের আমি ভালোবাসি’, ছুটির সকালে স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস

Share this article
click me!

Latest Videos

বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি! | South 24 Parganas News Today