হিন্দু মন্দিরে বারবার হামলা কেন? ভারত বাংলাদেশ বৈঠকে সরাসরি প্রশ্ন অমিত শাহের

ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বিস্ফোরক প্রশ্নে অস্বস্তি বাড়লো বাংলাদেশের,এই বৈঠকে সরাসরি বাংলাদেশের হিন্দু মন্দিরে হাওয়া হামলাগুলি নিয়ে প্রশ্ন তুললো ভারত।

Bhaswati Mukherjee | Published : Nov 18, 2022 4:18 PM IST

সম্প্রতি হয়ে গেলো ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক। ভারত বাংলাদেশ সম্পর্ক বেশ কয়েকদিন ধরেই চলছিল দোলাচালে । 'তিস্তার জলবণ্টন' বিষয়টি নিয়ে কোথাও দুপক্ষের মধ্যেই জমেছিলো খেদ। কালের নিয়মে সেসব মনোমালিন্য কাটিয়েও উঠেছিল তারা । কিন্তু এবারের বৈঠকে ফের ভারতের বিস্ফোরক প্রশ্নে অস্বস্তি বাড়লো বাংলাদেশের। সম্প্রতি হাওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে সরাসরি বাংলাদেশের হিন্দু মন্দিরে হাওয়া হামলাগুলি নিয়ে প্রশ্ন তুললো ভারত।

সূত্রের খবর শুধু মন্দির হামলা বিষয় নিয়েই নয়। প্রশ্ন ওঠে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া নিয়েও।কিছুদিন আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ সম্মেলন। এই সম্মেলনে বিশেষত আলোচনা হয় 'সন্ত্রাসবাদের জন্য অর্থসাহায্য দেওয়ার ফলে প্রশাসনিক পর্যায়ে হওয়া অর্থসংকট নিয়ে।' সেই রেশ টেনে এদিনও আলোচনা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশের হিন্দু মন্দির হামলার বিষয়টি উত্থাপন করেন তার বাংলাদেশী প্রতিপক্ষ আসাদুজ্জামান খানের সামনে। এছাড়াও সেদিন উভয় পক্ষের মধ্যে সীমান্তে শান্তি বজায় রাখার প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। এবং দুই দেশের অভিন্ন নিরাপত্তা বলয় গঠন প্রসঙ্গে প্রয়োজনীয় মতবিনিময়ও হয়।

বেশ কয়েকদিন আগে বাংলাদেশে হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুরের ঘটনায় শিউরে উঠেছিল সারা বিশ্ব। অক্টবরে ঝিনাইদহের এক হিন্দু মন্দিরে অজ্ঞাতনামা কিছু লোক হামলা চালিয়ে ভেঙে দেয় দেবতার মূর্তি। এমনকি জুলাই মাসে এক ফেসবুক পোস্টে ইসলামকে হেয় করার অভিযোগে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে বসবাসকারী হিন্দুদের মন্দির দোকানপাটও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমন সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে বাংলাদেশী সরকারকে সোচ্চার হওয়ার পরামর্শই দিয়েছেন শাহ।

আরও পড়ুন

উত্তরাখণ্ডের যোশীমঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা-একাধিক আহত

এবার থেকে সৌদিতে ভিসা পেতে হলে লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট , জানালো ভরতের সৌদি দূতাবাস

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা মস্কো বৈঠকে , আলোচনায় ভারত পাকিস্তান চিন

Share this article
click me!