ভারতে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছে বিল গেটসের সংস্থা। শুধু প্রযুক্তিই নয়, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করছেন গেটসের সংস্থা।
করোনা অতিমারীর সঙ্কট সত্ত্বেও ভারত বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নতি করে চলেছে, তার প্রশংসা করলেন বিল গেটস। ৩ বছর পর ভারত সফরে এসে এদেশের উন্নতি দেখে খুশি মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর আশা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভবিষ্যতে আরও উন্নতি করবে ভারত। বিশেষ করে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রে ভারতের উন্নতি চোখে পড়ার মতো। এবারের ভারত সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে গেটসের। সে কথা উল্লেখ করে তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি আরও আশাবাদী হয়ে উঠেছেন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় গেটসের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কীভাবে ভারত-সহ সারা বিশ্বে অসাম্য দূর করা যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি গত ৩ বছরে অতিমারীর জন্য বিশেষ কোথাও যাইনি। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যোগাযোগ ছিল। বিশেষ করে করোনার টিকা ও ভারতে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আমাদের কথা হত। গেটস ফাউন্ডেশন করোনার টিকা উৎপাদনের ব্যাপারে সাহায্য করছে। কম দামে যাতে নিরাপদ ও কার্যকর টিকা তৈরি করা যায়, সে ব্য়াপারে কাজ চলছে। ভারতে তৈরি টিকা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে।’
গেটস আরও বলেছেন, ‘ভারত শুধু জীবনদায়ী টিকাই তৈরি করেনি, সেগুলি ঠিক সময়ে অন্য দেশে পৌঁছেও দিয়েছে। ২২০ কোটি ডোজেরও বেশি করোনার টিকা বিভিন্ন দেশকে দিয়েছে ভারত। করোনার টিকা যাতে সবাই সহজ নিতে পারেন এবং ডিজিট্যাল শংসাপত্রও পেয়ে যান, সেটা নিশ্চিত করার জন্য কোউইন অ্যাপ চালু করেছে ভারত। এই অ্যাপ টিকাকরণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী মোদী মনে করেন, কোউইন সারা বিশ্বে আদর্শ হয়ে উঠেছে। আমি এ ব্যাপারে তাঁর সঙ্গে একমত।’
ভারতের উন্নয়ন প্রসঙ্গে গেটস বলেছেন, ‘অতিমারীর সময় ভারত জরুরি ভিত্তিতে ৩০ কোটি মানুষকে ডিজিট্যাল পেমেন্টের মাধ্যমে সাহায্য করেছে। সাহায্যপ্রাপ্তদের মধ্যে ২০ কোটি মহিলা ছিলেন। ডিজিট্যাল পরিচয়পত্র তৈরি করা এবং ডিজিট্যাল ব্যাঙ্কিংয়ের মতো অভিনব প্ল্যাটফর্ম তৈরি করার ফলেই এত মানুষকে আর্থিকভাবে সাহায্য করতে পেরেছে ভারত। এই ব্যবস্থা দেখিয়ে দিয়েছে, সবাইকে আর্থিক পরিষেবায় যুক্ত করা খুব ভালো বিনিয়োগ। গণ শক্তি প্রকল্পের মাধ্যমে ভারত সরকার আরও ভালো কাজ করতে পারছে। এই কাজ দেখে আমি খুব খুশি।’
আরও পড়ুন-
রাহুল গান্ধীর কেমব্রিজ মন্তব্য: পেগাসাস থেকে কাশ্মীর- হেমন্ত বিশ্বশর্মার 'প্রশ্নবাণ'