ভারতের ঐক্য ও অখণ্ডতাকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে তাকে ছেড়ে দেবে না ভারত হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের

ভারত কোনো দেশকেই উস্কানি দেয় না কিন্তু কেউ যদি ভারতের ঐক্য ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তবে তাকেও ছেড়ে দেয় না ভারত।হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর

Bhaswati Mukherjee | Published : Nov 18, 2022 5:37 PM IST

ফের হুঙ্কার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। এবার কর্ণাটকের উদুপিতে মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশনের (এমএএইচই) সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজনাথ বলেন,' ভারত কোনো দেশকেই উস্কানি দেয় না কিন্তু কেউ যদি ভারতের ঐক্য ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তবে তাকেও ছেড়ে দেয় না ভারত। যে দেশগুলি সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে তারা এখন ভারত কি করতে পারে সে বিষয়ে সচেতন।' পাকিস্তানের উদ্দেশ্যে এমন কড়া হুঁশিয়ারি বার্তা কোথাও আন্তর্জাতিক মহলে ভারতের সন্ত্রাসবাদী শক্তির বিরোধিতাকে আরও শক্তিশালী করলো।

তিনি আরও বলেন,' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিশ্বের মানচিত্রে কোথাও ভারতের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। এখন যেকোনো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে মনোযোগ ও গুরুত্ব সহকারে শোনা হয়। ভারত বর্তমানে সন্ত্রাসবাদী- বিরোধীকে দেশগুলিকে নেতৃত্ব দিচ্ছে। ভারতই পারবে বিশ্বকে সন্ত্রাসমুক্ত করতে। ভারত ও অন্যান্য দেশগুলির যৌথ উদ্যোগে এই আন্দোলন এখন অনেকাংশেই সফল। '

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং , সেদিন কলেজ পড়ুয়াদের উদেশ্যে বলেন , ' নানা প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশ এক স্বনির্ভর নতুন ভারত গড়ার দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহে বর্তমানে দেশে অনেক বেশি গবেষণা প্রতিষ্ঠান এবং স্টার্ট আপ স্থাপন করা হচ্ছে। ভারতীয়রা যদি বিশ্বের অন্যান্য বড়ো কোম্পনিগুলোর শীর্ষস্থানে বসে তাদের নেতৃত্ব দিতে পারে তবে আমরা ভারতে কেন শীর্ষ সংস্থা স্থাপন করতে পারবো না ?' তিনি মূলত ভারতের যুবসমাজকে দেশে এক রূপান্তর মূলক পরিবর্তন আনার বার্তা দেন।

আরও পড়ুন

উত্তরাখণ্ডের যোশীমঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা-একাধিক আহত

হিন্দু মন্দিরে বারবার হামলা কেন? ভারত বাংলাদেশ বৈঠকে সরাসরি প্রশ্ন অমিত শাহের

'জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন করা আমাদের কাজ নয়', পিটিশন খারিজ করে রায় সুপ্রিম কোর্টের

Share this article
click me!