মা-বাবার সঙ্গে ভারত ছেড়েছিলেন মাত্র ৫ বছর বয়সে। প্রায় ৫ দশক পর তাঁকে ‘স্যার’ উপাধিতে ভূষিত করলেন ব্রিটিশ রাজা।
নতুন বছরের শুরুতেই ব্রিটেনে বিখ্যাত ‘নাইটহুড’ উপাধি পেলেন একজন ভারতীয় বংশোদ্ভূত। গ্লাসগো-এ অনুষ্ঠিত সিওপি ২৬-এর প্রেসিডেন্ট হিসেবে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য অলোক শর্মাকে এই উপাধি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন প্রশাসন। দেশের প্রাক্তন মন্ত্রী অলোককে এই সম্মান প্রদান করেন সদ্য ক্ষমতায় আসীন হওয়া রাজা তৃতীয় চালর্স।
রাজা হিসেবে অভিষেক হওয়ার পরে ২০২৩ সালে প্রথম ‘নিউ ইয়ার্স অনার্স’ তালিকা প্রকাশ করেছেন রাজা তৃতীয় চার্লস। সেই তালিকার ‘ভিন্দেশি’ বিভাগে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মী মিলিয়ে জায়গা করে নিয়েছেন ব্রিটেন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী কমপক্ষে ৩০ জন ভারতীয়। এঁদের শীর্ষে রয়েছে অলোক শর্মার নাম।
প্রায় পঞ্চান্ন বছর বয়সী অলোক শর্মার জন্ম উত্তর প্রদেশের আগ্রায়। ২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মন্ত্রী পরিষদ ভিত্তিক সিওপি-২৬ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মা-বাবার সঙ্গে ভারত ছেড়েছিলেন মাত্র ৫ বছর বয়সে। প্রায় ৫ দশক পর তাঁকে ‘স্যার’ উপাধিতে ভূষিত করলেন ব্রিটিশ রাজা। ব্রিটেন সরকার জানিয়েছে, “সিওপি ২৬-এর মঞ্চে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নেতৃত্ব প্রদান এবং এই প্রসঙ্গে ভবিষ্যতে যে সব দেশ বড় অবদান রাখতে চলেছে তাদের সঙ্গে ব্রিটেনকে চুক্তিবদ্ধ করার কাজ সুসম্পন্ন করার জন্য অলোক শর্মাকে নাইটহুড প্রদান করা হল।’’
আরও পড়ুন-
স্কুলের অন্দরেই ছাত্রছাত্রীদের মিলবে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’, বড় সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের
আমাদের 'জয় বাংলা' বললে ক্ষেপে যাই?: ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখ্যমন্ত্রীর ক্ষোভ নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
হিজাব-বিরোধী আন্দোলন দমাতে গিয়ে ইরানে আরও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু, কড়া হুঁশিয়ারি দিল রাইসির সরকার