গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই গাড়িতে আগুন, তাতেই মৃত্যু ISIS 'জঙ্গির'র

Published : Oct 23, 2022, 11:32 PM IST
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই গাড়িতে আগুন, তাতেই মৃত্যু ISIS 'জঙ্গির'র

সংক্ষিপ্ত

কোয়েম্বাটোরে গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় পেলে তদন্তকারীরা। গাড়ির মধ্যে পুড়ে গিয়ে মৃ্ত্যু হয়েছিল। ঘটনার তদন্ত এখনও চলছে। 

কোয়েম্বাটোরে গাড়ি বিস্ফোরণে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। মৃতের নাম জামেজা মুবিন। তিনি উক্কাদামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা এইআইএ -র ব়্যাডারের তলায় ছিলেন। অনুমান করা হয়েছিল তিনি জঙ্গি সংগঠন আইসিস-এর সঙ্গে যুক্ত। কিন্তু ২০১৯ সাল পর্যন্ত তথ্যতল্লাশি চালিয়েও কোনও প্রামাণ পায়নি কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এদিন বিস্ফোরণে যেভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে নতুন সন্দেহ দানা বাঁধছে। 

রবিবার ভোরে কোয়েম্বাটোর শহরে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। গাড়িতে লাগান একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। গাড়ির মধ্যে থাকা ব্যক্তি কার্যত অগ্লিগদ্ধ হয়ে মারা যায়। উক্কাদাম এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়। প্রথম দিকে নিহতের কোনও পরিচয় জানতে পারেনি পুলিশ। 

কোট্টাই ইশ্বারান মন্দিরের আশেপাশের সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল বিস্ফোরণের কারণে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এই এলাকায় সম্প্রদায়িক উত্তেজনা প্রবণ। তাই প্রশাসন সতর্ক ছিল। 

এডিজিপি পি থামারাই কান্নান ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যালোচনা করেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহ করা হয়েছে। সন্ধ্যার মধ্যে একটি পরিষ্কার তথ্য পাওয়া যাবে। তদন্তের জন্য ৬টি তদন্ত দল গঠন করা হয়েছে। সেই দলেরই একটি নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। 

প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশের অনুমান, গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছে। একটি স্পিডব্রেকার অতিক্রম করার পরেই দুর্ঘটনা ঘটে। সেই সময়ই গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করেছে। গাড়িটি গ্যাসে চালান হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্যাস সিলিন্ডার ছাড়া আর অন্য কোনও বস্তু গাড়ি থেকে পাওয়া যায়নি। দাহ্যবস্তুই তেমন ছিল না বলে পুলিশ সূত্রের খবর।  

এই দেশের নানবিধ জায়গায় রীতিমত সক্রিয় আইসিস জঙ্গি সংগঠন। একাধিক জায়গায় এদের মডিউল কাজ করেছে। বিশেষত দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে এদের রমরমা রয়েছে। আর সেই কারণে পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদের ওপর কড়া নজর রাখে। তাতে অনেক সময় সফলও হয়। অনেক সময় তথ্য হাতে না থাকায় ছেড়ে দিতে হয় বাধ্য হয়। 

সলমন রুশদির একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, অকেজো একটি হাতও- জানিয়েছে এজেন্ট

'অদম্য' ইমরান, তোশাখানা রায়ের বিরুদ্ধে পাকিস্তান নির্বাচন কমিশনকে চ্য়ালেঞ্জ জানিয়ে গেলেন হাইকোর্টে

অযোধ্যায় ভগবান শ্রীরামের 'প্রতীকি' রাজ্যাভিষেক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখুন দীপোৎসবের ভিডিও

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে