জন্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত পাঁচ সেনা জওয়ান, আহত এক । জঙ্গিরা গ্রেনেড হামলা করেছিল বলে, সেনাবাহিনীর সদর দফতর, নর্দার্ন কমান্ডের একটি সরকারী বিবৃতিতে বলেছে।
আবারও ভারতীয় সেনা বাহিনীর জওয়ানের রক্তে লাল জম্মু ও কাশ্মীরের রাজপথ। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবাদী হামলার পরে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া গয়। এই ঘটনায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১। প্রথমে মনে করা হয়েছিল বজ্রপাতের কারণে গাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছিল । পরে সেনার তরফ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে জঙ্গি হামলার কারণেই মৃত্যু পাঁচ ভারতীয় জওয়ানের। প্রবল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে হামলা চালান হয়েছে বলেও জানিয়েছে সোনা বাহিনী।
সেনাবাহিনীর সদর দফতর, নর্দার্ন কমান্ডের একটি সরকারী বিবৃতি অনুসারে তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, নিহত সেনারা সন্ত্রাসবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত একটি রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিল। সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে গোটা ঘটনা বিস্তারিতভাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন। সেনা বাহিনীর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, জওয়ানরা একটি গাড়িতে করে টহল দিচ্ছিল। সেই সময়ই তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা চালান হয়। সেনা বাহিনীর অনুমান গ্রেনেড হামলা চালান হয়। তাতেই গাড়িতে আগুন লেগে মৃত্যুর ঘটনা ঘটে।
সেনা বাহিনী সূত্রের খবর, বৃহস্পতিবার বেলা ৩টে নাগাদ রাজৈরি সেক্টরে ভিম্বারগালি ও পুঞ্চের মধ্যে চলন্ত গাড়িতেই হামলা চালান হয়। এই এলাকায় এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দৃশ্যমানতাও কম ছিল। সেই সুযোগ নিয়েই হামলা চালান হয়েছে বলে অনুমান করেছে সেনা কর্মকর্তারা। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালান হয়। তারপরই সন্ত্রাসবাদীরা গ্রেনেড হামলা করেছিল। সেই কারণে গাড়িতে দ্রুত আগুনে ঝলসে গিয়েছিল পাঁচ জওয়ান। রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পাঁচ কর্মী সন্ত্রাসবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত ছিল। এই ঘটনায় তারা প্রাণ হারায়।
সেনা বাহিনী সূত্রের খবর, গুরুতর আহত অবস্থায় এই সেনা জওয়ানের চিকিৎসা রাজৈরি সেনা হাসপাতালে। এই ঘটনার পরই জঙ্গিদের পাকড়াও করতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গোটা এলাকায় তল্লাশি শুরু হয়েছে। নাকা চেকিং-এরও ব্যবস্থা করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পুঞ্চ জেলার ঘটনা অত্যান্ত দুঃখ জনক। নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। তবে এই সন্ত্রাসবাদী হামলা এমই দিনে ঘটেছে যে দিন পাকিস্তান ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি আগামী মাসে গোয়ার সাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে আয়োজিত বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগদান করবেন। মে মাসে শ্রীনগরেও একটি জি-২০ ট্যুরিজিম ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনঃ
সুরাট আদালতে রাহুল গান্ধীর আবেদন প্রত্যাখ্যান নিয়ে কংগ্রেস - বিজেপির তরজা, জানুন দুই দলের কথা
নরোদাগ্রাম দাঙ্গা মামলায় বিজেপির প্রাক্তন মন্ত্রী-সহ ৬৭ জনকে খালাস করল আদালত, দাঙ্গার বলি ১১ জন
কেন রাহুল গান্ধীর আবেদন প্রত্যাখ্যান করা হল? জানুন সুরাটের আদালতের পর্যবেক্ষণ ও বক্তব্য