- Home
- West Bengal
- West Bengal News
- বছর শেষে শীতের 'গুগলি', কলকাতার তাপমাত্রা একদিনেই নামল ০.৫ ডিগ্রি, গোটা বঙ্গেই কাঁপছে
বছর শেষে শীতের 'গুগলি', কলকাতার তাপমাত্রা একদিনেই নামল ০.৫ ডিগ্রি, গোটা বঙ্গেই কাঁপছে
Winter Weather: মাত্র এক দিনেই কলকাতার তাপমাত্রার ভোলবদল। কনকনে ঠান্ডা, কুশায়া- সবমিলিয়ে হাড়কাঁপানো শীত বঙ্গে। তাপমাত্রার পারদ নামছে উত্তরের সঙ্গে দক্ষিণবঙ্গেও।

আবহাওয়ার ভোল বদল
মাত্র এক দিনে সামান্য একটু বেড়েছিল তাপমাত্রা। কিন্তু তারপর দিনই পুরোপুরি ঘুরে গেল আবহাওয়া। মাত্র এক দিনেই শীত আরও জোরাল হয়ে পড়ল শীত। তবে আর কতদিন এমন শীত থাকবে তারও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট।
কলকাতার তাপমাত্রা
কলকাতার তাপমাত্রা মাত্র এক দিনেই নেমে গেছে ০.৫ ডিগ্রি। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। সঙ্গে রয়েছে হিমেল হাওয়ার দাপট। অনেকেই মনে করছেন বড়দিনের মতই কনকনে ঠান্ডা থাকবে বর্ষশেষে।
কুয়াশা ঢাকা সকাল
এদিন কলকাতায় কনকনে ঠান্ডা ছিল। তারই সঙ্গে ছিল কুয়াশার দাপট। সঙ্গে কনকনে উত্তুরে হাওয়া। সব মিলিয়ে তিলোত্তমায় সকালের দিকে ছিল হাড়কাঁপানো ঠান্ডা। গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। গতকালই ১৪ ডিগ্রিতে ছিল। কিন্তু এদিন আবারও ১৩ ডিগ্রির ঘরে নেমে গেছে। আগামী কালও তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া
কনকনে ঠান্ডা দার্জিলিং। আকাশ পরিষ্কার। তাপমাত্রার পারদ ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। জলপাইগুড়়িতে তাপমাত্রা ১২.২ ডিগ্রি। আপাতত এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে আবহাওয়া
দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ নিম্নগামী। তবে হাড়কাঁপানো শীত পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়ার তাপমাত্রা আবারও ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। শ্রীনিকেতনের তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে।
বছর শেষে কেমন থাকবে আবহাওয়া?
৩০ বছরের রেকর্ড শীত ছিল ২৫ ডিসেম্বর। তাই এখন প্রশ্ন কেমন থাকবে ৩১ ডিসেম্বর আর পয়লা জানুয়ারির আবহাওয়া। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী কলকাতায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। মূলত পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গের আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার পারদ থাকবে নিম্নগামী। সব মিলিয়ে ৩০ বছরের রেকর্ড এবার বড়দিনের মতই ভাঙতে পারে ৩১এ ডিসেম্বর বা পয়লা জানুয়ারি।
শীতের ঝোড়ো ইনিংস
আলপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বছরের শেষ তিন দিন অর্থাৎ সোম, মঙ্গল আর বুধবার তাপমাত্রার পারদ ওঠানামা করবে কলকাতায়। গাঙ্গেয় উপত্যাকায় শীতের ওঠানামা থাকলেও গোটা বঙ্গে হাড়কাঁপানো শীত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

