দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে: এশিয়ানেট নিউজের অফিসে এসএফআই-এর হামলার বিরুদ্ধে সরব বিজেপি নেতা

Published : Mar 05, 2023, 09:53 AM IST
Kerala bjp leader Prakash Javadekar slams left front sfi workers

সংক্ষিপ্ত

‘যারা যারা এশিয়ানেট নিউজের অফিসে গিয়েছিল আর সেখানে গোলমাল বাঁধিয়েছে এবং হিংসা ছড়িয়েছে, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে’, দাবি প্রকাশ জাভড়েকরের।

শুক্রবার, সন্ধ্যার অন্ধকারে এশিয়ানেট নিউজের অফিসে হঠাতই দল বেঁধে ঢুকে পড়েন এসএফআই-এর কর্মী-সমর্থকরা। তাঁদের হাতে ছিল বিশাল ব্যানার, ফেস্টুন। সেগুলিতে আবার এশিয়ানেট নিউজের লোগোতে লাল কালি-তে ক্রস চিহ্ন দেওয়া। এশিয়ানেটের অফিসে ঢুকেই নিরাপত্তারক্ষীদের গায়ের জোরে ধাক্কা দিতে দিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। এর জেরে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে ওঠে। কোচির এই ঘটনার পর অবশেষে মুখ খুললেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর।

এশিয়ানেট নিউজের কোচি আঞ্চলিক অফিসে এসএফআই কর্মীদের হামলা করার  তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। তিনি জানিয়েছেন যে, দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে। কেরলের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

হামলাকারী এসএফআই কর্মীদের অভিযোগ ছিল, এশিয়ানেট নিউজের পক্ষ থেকে মিথ্যা খবর প্রদর্শন করা হয়েছে। যদিও সেই দাবির ভিত্তিতে কোনও প্রমাণ তাঁরা দেখাতে পারেননি। তা সত্ত্বেও, খবর যদি মিথ্যা হয়, সেক্ষেত্রে সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই বিষয়টিকে উল্লেখ করে প্রকাশ জাভড়েকর বলেন, “যদি কোনও খবরের বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে যথাযথ (আইনি) পদ্ধতি মেনে সেই অভিযোগটি করা যেতে পারে। কিন্তু, এখানে সহিংসতাকে সমর্থন করার কোনও জায়গাই নেই।’ বামপন্থী ছাত্রগোষ্ঠীর আক্রমণাত্মক আচরণের কঠোর নিন্দা করে তাঁর বক্তব্য, ‘যে হিংস্রতা তারা দেখিয়েছে এবং সাংবাদিকদের মধ্যে যে আতঙ্ক তারা ছড়িয়েছে, এটার আমি তীব্র বিরোধিতা করি।’


 

কংগ্রেস নেতা তথা কেরালার প্রধান বিরোধী দলনেতা ভিডি সতীসানের সঙ্গে এক সুরে বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বলেন, ‘এই ধরনের আক্রমণ একেবারেই সমর্থনযোগ্য নয়। রাজ্য সরকারের উচিত এই আক্রমণকারীদের অবশ্যই গ্রেফতার করা। যারা যারা এশিয়ানেট নিউজের অফিসে গিয়েছিল আর সেখানে গোলমাল বাঁধিয়েছে এবং হিংসা ছড়িয়েছে, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে।’

উল্লেখ্য, পালারিভাট্টমে এশিয়ানেট নিউজের কোচি আঞ্চলিক অফিসে শুক্রবার এই তাণ্ডবের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অফিসের মধ্যে ঢুকে কর্মীদের ভয় দেখাতে শুরু করেন সেই রাজ্যের শাসকদল বামফ্রন্টের সমর্থক এসএফআই দলের কর্মীরা। পুলিশ এলেও পুলিশের সামনেই তাঁরা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ বিক্ষোভরত ছাত্রনেতাদের এশিয়ানেট নিউজের দফতর থেকে বের করে আনে। পালারিভাট্টাম থানায় এসএফআই ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন কোচির রেসিডেন্সিয়াল এডিটর অভিলাস জি নায়ার। পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে তিনি লেখেন বিক্ষোভের জেরে অফিসে আতঙ্ক ছড়িয়েছিল এবং অভিযুক্তরা শুধু অফিসেই ঢোকেনি, সেই সঙ্গে গায়ের জোর প্রয়োগ বিক্ষোভও দেখাতে থাকে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এরপর এই ঘটনার প্রতিবাদে শনিবার দিনভর কেরলের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন সেই রাজ্যের সংবাদকর্মীরা।



আরও পড়ুন-

সংসদেও এর প্রতিবাদ করব: এশিয়ানেট নিউজের অফিসে এসএফআই হামলার তীব্র নিন্দা করলেন কেরলের বিরোধী দলনেতা সতীসান

সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরে আক্রমণ এসএফআই-এর, এশিয়ানেট নিউজের কোচি অফিসে ছাত্রনেতাদের তাণ্ডব, আতঙ্কে অফিস ছাড়লেন কর্মীরা
লাইন থেকে বেরিয়ে একেবারে উলটে গেল ট্রেনের ইঞ্জিন, দার্জিলিঙে ফের টয়ট্রেন-বিপর্যয়

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের